০৬ মে ২০২৫, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার ৫৭ লক্ষ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার
  • / 10

পুবের কলম ওয়েবডেস্কঃ  শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকট আরও বাড়ার পথে। রাজধানী কলম্বোর সুপার মার্কেটগুলোতে খাবারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দ্রুত ফুরিয়ে যাচ্ছে। অর্থনৈতিক সংকটে নিমজ্জিত শ্রীলঙ্কার জনগণ দিনের পর দিন পেট্রোল, দুধ, রান্নার গ্যাস, কেরোসিনসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য লাইনে দাঁড়াচ্ছেন। রাষ্ট্রসংঘ জানিয়েছে, এই মুহুর্তে শ্রীলঙ্কার প্রায় ৫৭ লক্ষ নাগরিকের মানবিক সহায়তার প্রয়োজন। রাজধানী কলম্বোর বেশিরভাগ সুপার মার্কেটের সেলফ প্রায় খালি হওয়ার পথে। বিশেষ করে ডিম ও রুটির সরবরাহ একদমই নেই। কলম্বোর স্থানীয় এক বাসিন্দা নুয়ান জানান, খাবারের দাম অনেক বেশি বেড়ে গেছে। চলতি বছরের মে মাসের পর থেকে সাধারণ খাবারের দাম আকাশ ছোঁয়া। জ্বালানি থেকে শুরু করে যাতায়াত খরচ সব কিছুর খরচ অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, দীর্ঘ অনিশ্চয়তার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে বৃহস্পতিবার পদত্যাগ পত্র জমা দেন। গণ আন্দোলন থেকে বাঁচতে তিনি মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালিয়ে যান। এখন  সিঙ্গাপুরেও তিনি বিক্ষোভের মুখে পড়েছেন। বিক্ষোভকারীরা সিঙ্গাপুরে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রকাশ করার দাবি জানিয়েছেন। রাজাপক্ষেকে আশ্রয় দেওয়ার জন্য সরকারের সমালোচনা করেন সিঙ্গাপুরের মানুষজন। তারা বলেন, তিনি অবাঞ্ছিত লোক। তার রাজনৈতিক অপকর্ম প্রকাশ পেয়েছে। ‘তাকে কেন এখানে আশ্রয় দেওয়া হয়েছে?’

 

আরও পড়ুন: কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ফেরাতে সওয়াল মীরওয়াইজের

আরও পড়ুন: এশিয়া কাপ শ্রীলঙ্কা ও পাকিস্তানে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শ্রীলঙ্কার ৫৭ লক্ষ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন

আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকট আরও বাড়ার পথে। রাজধানী কলম্বোর সুপার মার্কেটগুলোতে খাবারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দ্রুত ফুরিয়ে যাচ্ছে। অর্থনৈতিক সংকটে নিমজ্জিত শ্রীলঙ্কার জনগণ দিনের পর দিন পেট্রোল, দুধ, রান্নার গ্যাস, কেরোসিনসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য লাইনে দাঁড়াচ্ছেন। রাষ্ট্রসংঘ জানিয়েছে, এই মুহুর্তে শ্রীলঙ্কার প্রায় ৫৭ লক্ষ নাগরিকের মানবিক সহায়তার প্রয়োজন। রাজধানী কলম্বোর বেশিরভাগ সুপার মার্কেটের সেলফ প্রায় খালি হওয়ার পথে। বিশেষ করে ডিম ও রুটির সরবরাহ একদমই নেই। কলম্বোর স্থানীয় এক বাসিন্দা নুয়ান জানান, খাবারের দাম অনেক বেশি বেড়ে গেছে। চলতি বছরের মে মাসের পর থেকে সাধারণ খাবারের দাম আকাশ ছোঁয়া। জ্বালানি থেকে শুরু করে যাতায়াত খরচ সব কিছুর খরচ অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, দীর্ঘ অনিশ্চয়তার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে বৃহস্পতিবার পদত্যাগ পত্র জমা দেন। গণ আন্দোলন থেকে বাঁচতে তিনি মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালিয়ে যান। এখন  সিঙ্গাপুরেও তিনি বিক্ষোভের মুখে পড়েছেন। বিক্ষোভকারীরা সিঙ্গাপুরে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রকাশ করার দাবি জানিয়েছেন। রাজাপক্ষেকে আশ্রয় দেওয়ার জন্য সরকারের সমালোচনা করেন সিঙ্গাপুরের মানুষজন। তারা বলেন, তিনি অবাঞ্ছিত লোক। তার রাজনৈতিক অপকর্ম প্রকাশ পেয়েছে। ‘তাকে কেন এখানে আশ্রয় দেওয়া হয়েছে?’

 

আরও পড়ুন: কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ফেরাতে সওয়াল মীরওয়াইজের

আরও পড়ুন: এশিয়া কাপ শ্রীলঙ্কা ও পাকিস্তানে