২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ওষুধ সংকটে শ্রীলঙ্কা, বন্ধ অস্ত্রোপচার

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
  • / 47

পুবের কলম ওয়েবডেস্ক: ‘অতি জরুরি’ না হলে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কা সরকার। শ্রীলঙ্কার হাসপাতালগুলোতে ওষুধ ও যন্ত্রপাতি সংকটের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রকএক বিবৃতিতে বলে, ওষুধ ও চিকিৎসা সামগ্রীর গুরুতর সংকট দেখা দেওয়ায় সরকারি হাসপাতালগুলোতে ‘অতি জরুরি’ নয় এমন অস্ত্রোপচার বিলম্বের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি ও আবশ্যকীয় সার্জারি চলবে।

জানা গেছে, অর্থনৈতিক সংকটের কারণে আমদানি বন্ধ থাকায় শ্রীলঙ্কায় জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষত অ্যানেসথেটিকস ও ব্যথা নাশক  ওষুধের মজুত তলানিতে ঠেকেছে। এ কারণে হাসপাতালগুলোতে অস্ত্রোপচার ও জরুরি রোগী ব্যবস্থাপনা প্রায় অসম্ভব হয়ে উঠছে।

আরও পড়ুন: প্যারাসিটামল কি আপনার জন্য নিরাপদ, পার্শ্বপ্রতিক্রিয়া কি রয়েছে, জেনে নিন

শ্রীলঙ্কা সরকারের মেডিকেল সাপ্লাইস ডিভিশনের তথ্য মতে, অপরিহার্য হিসেবে শ্রেণীভুক্ত ৩০০ ওষুধের মধ্যে ১৬০টির মজুত সম্পূর্ণ শেষ হয়েছে। এদিকে, শ্রীলঙ্কার হাসপাতাল তো বটেই, খোলাবাজারেও স্থানীয় ও জেনেরিক অ্যানেসথেটিক এজেন্টের মজুত শেষ হয়ে গেছে। এ কারণে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে সরকারি হাসপাতালগুলোতে আবশ্যকীয় নয় এমন অস্ত্রোপচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৩৫টি ওষুধের উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ জারি কেন্দ্রের

আরও পড়ুন: ভেজাল ওষুধ নিয়ে সতর্ক রাজ্য, রুখতে নির্দেশিকা জারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওষুধ সংকটে শ্রীলঙ্কা, বন্ধ অস্ত্রোপচার

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: ‘অতি জরুরি’ না হলে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কা সরকার। শ্রীলঙ্কার হাসপাতালগুলোতে ওষুধ ও যন্ত্রপাতি সংকটের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রকএক বিবৃতিতে বলে, ওষুধ ও চিকিৎসা সামগ্রীর গুরুতর সংকট দেখা দেওয়ায় সরকারি হাসপাতালগুলোতে ‘অতি জরুরি’ নয় এমন অস্ত্রোপচার বিলম্বের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি ও আবশ্যকীয় সার্জারি চলবে।

জানা গেছে, অর্থনৈতিক সংকটের কারণে আমদানি বন্ধ থাকায় শ্রীলঙ্কায় জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষত অ্যানেসথেটিকস ও ব্যথা নাশক  ওষুধের মজুত তলানিতে ঠেকেছে। এ কারণে হাসপাতালগুলোতে অস্ত্রোপচার ও জরুরি রোগী ব্যবস্থাপনা প্রায় অসম্ভব হয়ে উঠছে।

আরও পড়ুন: প্যারাসিটামল কি আপনার জন্য নিরাপদ, পার্শ্বপ্রতিক্রিয়া কি রয়েছে, জেনে নিন

শ্রীলঙ্কা সরকারের মেডিকেল সাপ্লাইস ডিভিশনের তথ্য মতে, অপরিহার্য হিসেবে শ্রেণীভুক্ত ৩০০ ওষুধের মধ্যে ১৬০টির মজুত সম্পূর্ণ শেষ হয়েছে। এদিকে, শ্রীলঙ্কার হাসপাতাল তো বটেই, খোলাবাজারেও স্থানীয় ও জেনেরিক অ্যানেসথেটিক এজেন্টের মজুত শেষ হয়ে গেছে। এ কারণে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে সরকারি হাসপাতালগুলোতে আবশ্যকীয় নয় এমন অস্ত্রোপচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৩৫টি ওষুধের উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ জারি কেন্দ্রের

আরও পড়ুন: ভেজাল ওষুধ নিয়ে সতর্ক রাজ্য, রুখতে নির্দেশিকা জারি