০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যপালের বিরুদ্ধে নৃত্যশিল্পীকে দিল্লিতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ মে ২০২৪, মঙ্গলবার
  • / 7

পুবের কলম প্রতিবেদক:  কিছুদিন আগে উঠেছিল শ্লীলতাহানির অভিযোগ। এবার আরও বেকায়দায় রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার রাজ্যপালের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। এবারের অভিযোগকারী এক নৃত্যশিল্পী। অভিযোগ, অভিযোগকারী নৃত্যশিল্পীকে দিল্লিতে নিয়ে গিয়ে এক হোটেলে ধর্ষণ করেছেন রাজ্যপাল বোস। কয়েক মাস আগেই তাঁর অভিযোগ তিনি কলকাতা পুলিশে দায়ের করেছেন। এবার বিষয়টি সামনে এসেছে। জানা গিয়েছে, এ নিয়ে কলকাতা পুলিশ নবান্নে  তদন্ত রিপোর্ট পাঠিয়েছে বলেও খবর।

নৃত্যশিল্পীর অভিযোগের বয়ান অনুযায়ী, কয়েক মাস আগে এক নামী সংগীতশিল্পীর মাধ্যমে কলকাতায় রাজভবনে যান তিনি। তারপর থেকে রাজ্যপালের সঙ্গে তাঁর আলাপ ও কথাবার্তা বাড়তে থাকে। নিজের ব্যক্তিগত সমস্যায় জর্জরিত ওই নৃত্যশিল্পী রাজ্যপালকে তাঁর সমস্যার কথা জানিয়েছিলেন। তারপর নাকি তাঁকে ভারতের এক উচ্চপদস্থ আমলার পরিচয় করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যপাল। তাঁর সঙ্গে পরিচয় করে সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দেন। সেই মতো দিল্লিতে তাঁকে নিয়ে গিয়ে এক হোটেলে রাখা হয় বলে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ।

মহিলার অভিযোগ, দিল্লির সেই হোটেলেই  রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে ধর্ষণ করেন। ৬-৭ মাস আগের ঘটনা। ওই নৃত্যশিল্পী কলকাতা পুলিশ কমিশনারের কাছে তখনই অভিযোগ দায়ের করেছিলেন বলে দাবি। সম্প্রতি রাজভবনের এক অস্থায়ী কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করলে কলকাতা পুলিশ আগের এই অভিযোগ নবান্নে পাঠিয়েছে পরবর্তী পদক্ষেপের জন্য।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যপালের বিরুদ্ধে নৃত্যশিল্পীকে দিল্লিতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৪ মে ২০২৪, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক:  কিছুদিন আগে উঠেছিল শ্লীলতাহানির অভিযোগ। এবার আরও বেকায়দায় রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার রাজ্যপালের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। এবারের অভিযোগকারী এক নৃত্যশিল্পী। অভিযোগ, অভিযোগকারী নৃত্যশিল্পীকে দিল্লিতে নিয়ে গিয়ে এক হোটেলে ধর্ষণ করেছেন রাজ্যপাল বোস। কয়েক মাস আগেই তাঁর অভিযোগ তিনি কলকাতা পুলিশে দায়ের করেছেন। এবার বিষয়টি সামনে এসেছে। জানা গিয়েছে, এ নিয়ে কলকাতা পুলিশ নবান্নে  তদন্ত রিপোর্ট পাঠিয়েছে বলেও খবর।

নৃত্যশিল্পীর অভিযোগের বয়ান অনুযায়ী, কয়েক মাস আগে এক নামী সংগীতশিল্পীর মাধ্যমে কলকাতায় রাজভবনে যান তিনি। তারপর থেকে রাজ্যপালের সঙ্গে তাঁর আলাপ ও কথাবার্তা বাড়তে থাকে। নিজের ব্যক্তিগত সমস্যায় জর্জরিত ওই নৃত্যশিল্পী রাজ্যপালকে তাঁর সমস্যার কথা জানিয়েছিলেন। তারপর নাকি তাঁকে ভারতের এক উচ্চপদস্থ আমলার পরিচয় করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যপাল। তাঁর সঙ্গে পরিচয় করে সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দেন। সেই মতো দিল্লিতে তাঁকে নিয়ে গিয়ে এক হোটেলে রাখা হয় বলে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ।

মহিলার অভিযোগ, দিল্লির সেই হোটেলেই  রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে ধর্ষণ করেন। ৬-৭ মাস আগের ঘটনা। ওই নৃত্যশিল্পী কলকাতা পুলিশ কমিশনারের কাছে তখনই অভিযোগ দায়ের করেছিলেন বলে দাবি। সম্প্রতি রাজভবনের এক অস্থায়ী কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করলে কলকাতা পুলিশ আগের এই অভিযোগ নবান্নে পাঠিয়েছে পরবর্তী পদক্ষেপের জন্য।