গাজায় জলের খোঁজে যাওয়া ৬ শিশুকে হত্যা করল বর্বর ইসরাইলি সেনারা

- আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার
- / 302
পুবের কলম,ওয়েবডেস্ক: গাজায় জলের খোঁজে যাওয়া ৬ শিশুকে হত্যা করল বর্বর ইসরাইলি সেনারা। বলা বাহুল্য, কারবালায় পানির তেষ্টায় অবর্ণনীয় কষ্ট ভোগ করা ইমাম হোসাইন (রা.) এর দলটির সেই মর্মস্পর্শী ঘটনারই যেন পুনরাবৃত্তি হচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকায়। ফোরাত নদীর তীরে সৈন্যের সমাবেশ ঘটিয়ে ইমাম হোসাইন (রা.) এর অনুসারীদের জল সরবরাহ বন্ধ করে দিয়ে জলের জন্য হাহাকার সৃষ্টি করা হয়েছিল। একইভাবে গাজার জন্য ত্রাণ, সবকিছু বন্ধ করে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চাইছে পাপিষ্ঠ ইহুদি সেনারা।
আল জাজিরার এক প্রতিবেদনে সেই তথ্যই উঠে এসেছে। রিপোর্ট মুতাবিক, গাজায় খাবার জল সংগ্রহ করতে গিয়ে ইসরাইলি নৃশংসতার শিকার হচ্ছে ফিলিস্তিনিরা। নির্বিচার গুলি ও বোমাবর্ষণ করা হচ্ছে তাঁদের ওপর।
রবিবার একইভাবে জল সংগ্রহ করতে যাওয়ার সময় নতুন করে অন্তত ১০ জনকে হত্যা করেছে রক্তপিপাসু ইসরাইলি বাহিনী। তাদের মধ্যে অন্তত ৬ জন শিশু ছিল। গাজায় খাবার ও পানির তীব্র সংকটের মধ্যেই এ হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। ঘটনাটি ঘটেছে মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে একটি জল সরবরাহ কেন্দ্রে। এই নিয়ে মোট ১০ জন জল সংগ্রহ করতে গিয়ে ইসরাইলি হামলায় শহিদ হয়েছেন। পাড়ি জমিয়েছে সুদূর জান্নাতে।