২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৬০০ কোটি টাকা পুড়িয়ে ছাই করেছে, জেলে যাওয়া উচিৎ ‘জিনিয়াস’ পরিচালককে, ‘ব্রহ্মাস্ত্র’- নিয়ে সোচ্চার কঙ্গনা   

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার
  • / 65

পুবের কলম, ওয়েবডেস্ক:  মন্তব্যের কারণে বরাবরই বিতর্কিত অভিনেত্রীর খাতায় নাম তুলেছেন কঙ্গনা রানাওয়াত। এবারও তার অন্যথা হল না। স্বভাবচিত ভঙ্গিতেই এবার রণবীর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে মুখ খুললেন কঙ্গনা। ছবিটি বক্স অফিসে সুনাম কুড়োনোর পর পরই কঙ্গনা আর দেরি করেননি। ইন্সটাগ্রামে তিনি সমালোচনা করতে পৌঁছে যান।

বস্ক অফিসে মুক্তি পাওয়ার পরেই কঙ্গনার এই সিনেমার মুক্তিকে একটি বিপর্যয় বলে মন্তব্য করেন। অভিনেত্রীর মন্তব্য, ‘ওয়েক আপ সিদ’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ খ্যাত পরিচালক অয়ন মুখার্জিকে জেলে পাঠানো উচিত।

আরও পড়ুন: মোট চারটি মানহানির মামলায় অভিযুক্ত কঙ্গনা, ৪ জুলাই সশরীরে আদালতে হাজিরার নির্দেশ

কর্ণ জোহরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কঙ্গনার বক্তব্য,  ‘যাঁরা  বলেছিলেন যে অয়ন মুখোপাধ্যায় জিনিয়াস, তাঁদের প্রত্যেকের জেল হওয়া উচিত  এখনই।’ এখানেই থামেননি অভিনেত্রী। কঙ্গনা বলেন, ‘কর্ণ জোহরের মতো মানুষদের তাঁদের নিজের কৃতকর্মের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়া উচিত। তিনি নিজের ছবির চিত্রনাট্যের থেকে বেশি অন্য  লোকের যৌনজীবনে বেশি উৎসাহী। তিনি নিজেই সমস্ত রিভিউ, স্টার, কালেকশন নম্বর, টিকিট নিজেই কিনে নেন। এবার তিনি হিন্দুধর্ম ও দক্ষিণী তরঙ্গে গা ভাসানোর চেষ্টা করলেন।’ কঙ্গনার অভিযোগ কর্ণ জোহর দক্ষিণের অভিনেতা ও পরিচালকদের কাছে ‘ব্রহ্মাস্ত্র’  প্রচার করার জন্য ভিক্ষা করেছেন।

আরও পড়ুন: বলিউড ইন্ডাস্ট্রিকে আমি ‘নর্দমা’ মনে করি, এবার সব ফাঁস করব: কঙ্গনা রানাওয়াত

এই ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা নাগার্জুন। এছাড়া হায়দরাবাদে ছবির প্রচারে হাজির ছিলেন পরিচালক এস এস রাজামৌলি ও জুনিয়র এনটিআর।

বক্স অফিসের বিরুদ্ধে তোপ দেখে কঙ্গনা বলেন, ওরা সবই করবে, কিন্তু কিছুতেই ভালো লেখক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, প্রতিভাধর মানুষকে নিয়ে আসবে না, তাই তাদের ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো ফিল্ম করে বিপর্যয়ের মুখে পড়তে হয়। এখানে শুধু ‘৬০০’ কোটি টাকা পুড়িয়ে ছাই করা হয়েছে।

বরাবরই সিনেমা থেকে শুরু করে নায়ক নায়িকার বিরুদ্ধে কটাক্ষ করতে দেখা গেছে কঙ্গনাকে। একটা সময় বলিউডে ন্যাপোটিজম বা স্বজনপ্রীতি নিয়ে সরব হয়েছিলেন কঙ্গনা।

উল্লেখ্য, মুক্তি পেয়েছে রণবীর কাপূর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। ছবিটি পরিচালনা করেছেন অয়ন মুখোপাধ্যায়। এর পরেই এই সিনেমাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৬০০ কোটি টাকা পুড়িয়ে ছাই করেছে, জেলে যাওয়া উচিৎ ‘জিনিয়াস’ পরিচালককে, ‘ব্রহ্মাস্ত্র’- নিয়ে সোচ্চার কঙ্গনা   

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  মন্তব্যের কারণে বরাবরই বিতর্কিত অভিনেত্রীর খাতায় নাম তুলেছেন কঙ্গনা রানাওয়াত। এবারও তার অন্যথা হল না। স্বভাবচিত ভঙ্গিতেই এবার রণবীর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে মুখ খুললেন কঙ্গনা। ছবিটি বক্স অফিসে সুনাম কুড়োনোর পর পরই কঙ্গনা আর দেরি করেননি। ইন্সটাগ্রামে তিনি সমালোচনা করতে পৌঁছে যান।

বস্ক অফিসে মুক্তি পাওয়ার পরেই কঙ্গনার এই সিনেমার মুক্তিকে একটি বিপর্যয় বলে মন্তব্য করেন। অভিনেত্রীর মন্তব্য, ‘ওয়েক আপ সিদ’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ খ্যাত পরিচালক অয়ন মুখার্জিকে জেলে পাঠানো উচিত।

আরও পড়ুন: মোট চারটি মানহানির মামলায় অভিযুক্ত কঙ্গনা, ৪ জুলাই সশরীরে আদালতে হাজিরার নির্দেশ

কর্ণ জোহরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কঙ্গনার বক্তব্য,  ‘যাঁরা  বলেছিলেন যে অয়ন মুখোপাধ্যায় জিনিয়াস, তাঁদের প্রত্যেকের জেল হওয়া উচিত  এখনই।’ এখানেই থামেননি অভিনেত্রী। কঙ্গনা বলেন, ‘কর্ণ জোহরের মতো মানুষদের তাঁদের নিজের কৃতকর্মের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়া উচিত। তিনি নিজের ছবির চিত্রনাট্যের থেকে বেশি অন্য  লোকের যৌনজীবনে বেশি উৎসাহী। তিনি নিজেই সমস্ত রিভিউ, স্টার, কালেকশন নম্বর, টিকিট নিজেই কিনে নেন। এবার তিনি হিন্দুধর্ম ও দক্ষিণী তরঙ্গে গা ভাসানোর চেষ্টা করলেন।’ কঙ্গনার অভিযোগ কর্ণ জোহর দক্ষিণের অভিনেতা ও পরিচালকদের কাছে ‘ব্রহ্মাস্ত্র’  প্রচার করার জন্য ভিক্ষা করেছেন।

আরও পড়ুন: বলিউড ইন্ডাস্ট্রিকে আমি ‘নর্দমা’ মনে করি, এবার সব ফাঁস করব: কঙ্গনা রানাওয়াত

এই ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা নাগার্জুন। এছাড়া হায়দরাবাদে ছবির প্রচারে হাজির ছিলেন পরিচালক এস এস রাজামৌলি ও জুনিয়র এনটিআর।

বক্স অফিসের বিরুদ্ধে তোপ দেখে কঙ্গনা বলেন, ওরা সবই করবে, কিন্তু কিছুতেই ভালো লেখক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, প্রতিভাধর মানুষকে নিয়ে আসবে না, তাই তাদের ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো ফিল্ম করে বিপর্যয়ের মুখে পড়তে হয়। এখানে শুধু ‘৬০০’ কোটি টাকা পুড়িয়ে ছাই করা হয়েছে।

বরাবরই সিনেমা থেকে শুরু করে নায়ক নায়িকার বিরুদ্ধে কটাক্ষ করতে দেখা গেছে কঙ্গনাকে। একটা সময় বলিউডে ন্যাপোটিজম বা স্বজনপ্রীতি নিয়ে সরব হয়েছিলেন কঙ্গনা।

উল্লেখ্য, মুক্তি পেয়েছে রণবীর কাপূর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। ছবিটি পরিচালনা করেছেন অয়ন মুখোপাধ্যায়। এর পরেই এই সিনেমাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।