পুবের কলম, ওয়েবডেস্ক: আর্থিক লোকসানের পরই আগামী দু’বছরে ২০ হাজার কর্মী ছাঁটাই করবে সিটি গ্রুপ। ১.৮ বিলিয়ন ডলার লোকসানের মুখোমুখি হওয়ার পরই শুক্রবার কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে সংস্থাটি। বর্তমানে সংস্থার বিশ্বব্যাপী ২ লাখ ৩৯ হাজার কর্মী রয়েছে। এই সংখ্যা কমানো হবে। ছাঁটাই করা হবে ২০ হাজার কর্মী বলে জানিয়েছেন সংস্থার আর্থিক প্রধান মার্ক ম্যাসন। তিনি বলেছেন, যখন তার মেক্সিকান ভোক্তা ইউনিট বানামেক্সকে প্রাথমিক গণপ্রস্তাব তালিকাভুক্ত করবে, তখন আরও ৪০ হাজার ছাঁটাই করা হবে। বানামেক্সের কর্মী সংখ্যা হ্রাস করার ফলে ১ লক্ষ ৮০ হাজার কর্মচারী রাখার লক্ষ্য নেওয়া হবে।
০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
কর্মী ছাঁটাইয়ের পথে সিটি গ্রুপ, দু’বছরে ছাঁটাই হবে ২০ হাজার কর্মী
-
কিবরিয়া আনসারি - আপডেট : ১২ জানুয়ারী ২০২৪, শুক্রবার
- 100
সর্বধিক পাঠিত





















