নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি: ‘ইন্ডিয়া’ জোট ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছে নীতীশ কুমার। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার জোট নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। জোটের অন্যান্য আঞ্চলিক দলগুলিও বেসুরো হতে শুরু করেছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, বর্তমানে ‘ইন্ডিয়া’ জোট বর্তমানে কতটা শক্তিশালী! ইন্ডিয়া জোট যে এখনও দূর্বল হয়নি, তা স্পষ্ট হল কংগ্রেস নেতা শচীন পাইলটের কথায়। রবিবার তিনি বলেন, ‘ইন্ডিয়া জোট শক্তিশালী রয়েছে। জোটের শক্তি দেখে চিন্তিত বিজেপি শিবির। তারা ইন্ডিয়া জোটকে দূর্বল করার চেষ্টা করছে।’ বাংলার মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শচীন পাইলট জানিয়েছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের সঙ্গেই রয়েছেন। বিজেপি নিজেদের জন্য ৩৭০টি আসন এবং এনডিএ জোটের ৪০০ বেশি আসন পাবে বলে আশা করছে। আসলে তারা বাগাড়ম্বর। বাস্তবের মাটিতে নেই বিজেপি।”
২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
‘ইন্ডিয়া এখনও শক্তিশালী’, জোটের টালমাটাল অবস্থায় মন্তব্য শচীনের
-
কিবরিয়া আনসারি - আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৪, রবিবার
- 81
সর্বধিক পাঠিত






























