পুবের কলম ওয়েব ডেস্ক: মঙ্গলবার থেকে দিল্লি চলো অভিযান শুরু করেছে দেশের কৃষকরা। ফসলের নূন্যতম সহায়ক মূল্য সহ আরও বেশ কয়েকটি দাবি আদায়ে পথে নেমেছেন চাষীরা। শুক্রবার আন্দোলন চলাকালীন হরিয়ানার আম্বালার শম্ভু বর্ডারের কাছে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে এক কৃষকের। ৬৩ বছরের ওই কৃষকের নাম জ্ঞান সিং। শুক্রবার সকালে তিনি বুকে ব্যথার কথা জানান সহ–আন্দোলনকারীদের। এরপর পঞ্জাবের রাজপুরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তারপর পাটিয়ালার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত কৃষক, জ্ঞান সিং পঞ্জাবের গুরদাসপুর জেলার বাসিন্দা। ২ দিন আগেই দিল্লি চলো অভিযানে অংশগ্রহণ করেন তিনি।
২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
কৃষক আন্দোলনে অংশগ্রহণের পর হার্ট অ্যাটাকে মৃত্যু চাষীর
-
সামিমা এহসানা - আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার
- 117
ট্যাগ :
farmers protest Gian Singh Haryanas Ambala minimum support price MSP Shambhu border কৃষক আন্দোলন
সর্বধিক পাঠিত






























