গৃহযুদ্ধে জ্বলছে মায়ানমার, শহর হাতছাড়া হওয়ার অপরাধে ৩ উচ্চপদস্থ সেনাকর্তাকে মৃত্যুদণ্ড

- আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২৪, মঙ্গলবার
- / 49
পুবের কলম, ওয়েবডেস্ক: বিদ্রোহী গোষ্ঠী শুরু করেছে ‘অপারেশন ১০২৭’। যার জেরে মায়ানমারের বেশ কয়েকটি প্রদেশে প্রবল বিদ্রোহ শুরু হয়েছে। গৃহযুদ্ধে জ্বলছে মায়ানমার। বিদ্রোহের আগুনে ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছে হাজার হাজার সাধারণ মানুষ। বিদ্রোহীরা দখল করছে একের পর এক শহর। কয়েকদিন আগেই চিন সীমন্তবর্তী লাউকাই শহরটি দখল করেছে বিদ্রোহীদের যৌথ সংগ্রামী মঞ্চ ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়্যান্স’। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে জুন্টা সরকার। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ সে দেশের বার্মিজ সেনাও। সংবাদসংস্থা এএফপি প্রতিবদনে বলা হয়েছে, শহর হাতছাড়া হওয়ার অপরাধে কমান্ডার-সহ ৩ ব্রিগেডিয়ার জেনারেলকে মৃত্যুদণ্ড দিয়েছে মায়ানমারের জুন্টা সরকার।
উল্লেখ্য, মায়ানমারের তিন বড় বিদ্রোহী গোষ্ঠী যৌথভাবে ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’ তৈরি করেছে। তাদের যৌথ অভিযানে সম্প্রতি বেশ অস্বস্তিতে পড়েছে জুন্টা। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বার বার বিদ্রোহ হয়েছে সেদেশে। গত কয়েক মাস ধরে বিদ্রোহের আগুনে জ্বলছে দেশটি।