নিঃস্বার্থ জোটকে সমর্থন করব: কমল হাসান

- আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার
- / 80
পুবের কলম ওয়েব ডেস্ক: ঠিক সাত বছর আগে অভিনেতা থেকে নেতা হয়েছিলেন কমল হাসান। নিজের দল এমএনএম (মক্কল নিধি মইনম) এর সাত বছর পূর্তি অনুষ্ঠানে ইন্ডিয়া জোটে থাকবেন কিনা, এই প্রশ্ন করা হলে বুধবার কমল হাসান বলেন, এমন জোটে থাকতে আমার দলের লোকজনের কোনও আপত্তি নেই, যে জোট নিঃস্বার্থ দেশ সেবায় আগ্রহী। তবে এমন কোনও জোটের অংশীদার হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই, যারা সামন্ত্রতান্ত্রিক রাজনীতি করে। নাম না করে কমল হাসান বুঝিয়ে দিলেন কোনও শর্তেই বিজপির সঙ্গে যাবেন না তিনি।
এদিন কমল হাসান বলেন, আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যখন দলীয় স্বার্থের থেকে বেশি গুরুত্ব দিয়ে দেশের মানুষের কথা ভাবা দরকার। ফলে যে দল দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবে, তাদের দিকে হাত বাড়িয়ে দেবে এমএনএম।
অভিনয়ের সেটে ছক্কা হাঁকালেও ভোট ময়দানে খুব একটা ভালো করতে পারেনি হাসানের দল। কিন্তু অভিনেতা ইমেজকে কাজে লাগিয়ে সংকীর্ণ স্বার্থ পূরণের জন্য বিজেপির সঙ্গেও হাত মেলানোর চেষ্টা করেননি হাসান। বারবার কেন্দ্রের স্বৈরাতান্ত্রিক মানসিকতাকে ধিক্কার দিয়েছেন তিনি। শুধু কমল হাসান নয়, স্ট্যালিন হোক বা স্ট্যালিন পুত্র, দক্ষিণী রাজনীতিকদের কেউই গেরুয়া রঙ মাখতে প্রস্তুত হয়নি কখনই। কোনও শর্তেই বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির গোঁড়ায় সার বা জল কোনওটাই দেয়নি দক্ষিণ ভারতের মানুষ।