০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ ও গাজন বিষয়ক প্রশানিক সভায় সম্প্রীতির রক্ষার বার্তা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ এপ্রিল ২০২৪, সোমবার
  • / 27

এস জে আব্বাস, শক্তিগড়: বর্ধমান-২ ব্লক ও শক্তিগড় থানার উদ্যোগে সোমবার বিডিও অফিসে এলাকার ইমাম ও পুরোহিতদের নিয়ে আসন্ন ঈদ উল্ ফিতর ও গাজন উৎসব পালন নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে , এই ঈদ ও গাজন উৎসব একই সময়ে পড়ে যাওয়ায় পারস্পরিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য জোর দেওয়া হয়। যে এলাকায় উভয় সম্প্রদায়ের মানুষের বাস বিশেষত সেখানে মাইকের আওয়াজ যেন পারস্পরিক উৎসব পালনে ব্যাঘাত না ঘটায় সে ব্যাপারে সজাগ হওয়ার কথা বলা হয়।

এছাড়াও উপস্থিত সকলকে নির্দেশ দেওয়া হয়, নিজ নিজ এলাকার তরুণ ছেলেরা যাতে উৎসবের অতি আনন্দে উৎশৃঙ্খল হয়ে হেলমেট বিহীন অবস্থায় বাইক না চালায়, সে ব্যাপারে সাবধান করবেন। আনন্দের দিন যাতে কোনো দুর্ঘটনা  না ঘটে এবং সকলেই উৎসবের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নেন সে বিষয়েও আহ্বান জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান-২ এর বিডিও দিব্যজ্যোতি দাস , জয়েন্ট বিডিও শিল্পা ভকত, ডি এস পি হেড কোয়াটার অতনু ঘোষাল,শক্তিগড় থানার ওসি পুলক মণ্ডল ও এলাকার ইমাম, পুরোহিত সহ মসজিদ ও মন্দির কমিটির সদস্যগণ। প্রশাসনের পক্ষ থেকে সকল এলাকাবাসীকে ঈদ ও গাজনের আগাম শুভেচ্ছা জানানো হয়।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঈদ ও গাজন বিষয়ক প্রশানিক সভায় সম্প্রীতির রক্ষার বার্তা

আপডেট : ৮ এপ্রিল ২০২৪, সোমবার

এস জে আব্বাস, শক্তিগড়: বর্ধমান-২ ব্লক ও শক্তিগড় থানার উদ্যোগে সোমবার বিডিও অফিসে এলাকার ইমাম ও পুরোহিতদের নিয়ে আসন্ন ঈদ উল্ ফিতর ও গাজন উৎসব পালন নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে , এই ঈদ ও গাজন উৎসব একই সময়ে পড়ে যাওয়ায় পারস্পরিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য জোর দেওয়া হয়। যে এলাকায় উভয় সম্প্রদায়ের মানুষের বাস বিশেষত সেখানে মাইকের আওয়াজ যেন পারস্পরিক উৎসব পালনে ব্যাঘাত না ঘটায় সে ব্যাপারে সজাগ হওয়ার কথা বলা হয়।

এছাড়াও উপস্থিত সকলকে নির্দেশ দেওয়া হয়, নিজ নিজ এলাকার তরুণ ছেলেরা যাতে উৎসবের অতি আনন্দে উৎশৃঙ্খল হয়ে হেলমেট বিহীন অবস্থায় বাইক না চালায়, সে ব্যাপারে সাবধান করবেন। আনন্দের দিন যাতে কোনো দুর্ঘটনা  না ঘটে এবং সকলেই উৎসবের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নেন সে বিষয়েও আহ্বান জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান-২ এর বিডিও দিব্যজ্যোতি দাস , জয়েন্ট বিডিও শিল্পা ভকত, ডি এস পি হেড কোয়াটার অতনু ঘোষাল,শক্তিগড় থানার ওসি পুলক মণ্ডল ও এলাকার ইমাম, পুরোহিত সহ মসজিদ ও মন্দির কমিটির সদস্যগণ। প্রশাসনের পক্ষ থেকে সকল এলাকাবাসীকে ঈদ ও গাজনের আগাম শুভেচ্ছা জানানো হয়।