বাঁকুড়ায় জোড়া নির্বাচনী সভা মমতার, রবিতে বাঁকুড়ায় মোদিরও

- আপডেট : ১৭ মে ২০২৪, শুক্রবার
- / 18
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় দুটি নির্বাচনী জনসভা করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। শনি ও রবিতে বিষ্ণুপুর এবং বাঁকুড়া লোকসভা আসনের জন্য মমতার দুটি পৃথক কর্মসূচি রয়েছে মমতার। শনিবার দুপুরে তৃণমূল প্রার্থী সুজাতার সমর্থনে বিষ্ণুপুর হাই স্কুল মাঠে সভা করবেন তৃণমূলনেত্রী। রবিবার বিকেলে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অরূপের প্রচারে লালবাজার থেকে কলেজ মোড় পর্যন্ত পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, রবিবার বাঁকুড়া জেলায় নির্বাচনী সভায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রবিবার দুপুরে বাঁকুড়ার ওন্দা ব্লকের নিকুঞ্জপুর হাই স্কুলের মাঠে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে সভা করবেন তিনি। তৃণমূল-বিজেপির জোড়া প্রচার নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে টক্কর।