পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রযুক্তির ছোঁয়ায় বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ। কিন্তু ঔপনিবেশিকতা আর শরণার্থী সমস্যা নানাভাবে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে এই আধুনিক বিশ্বেও। সমস্যা জর্জরিত শরণার্থীদের কথা তুলে ধরে ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নিলেন ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ। ভারত মহাসাগরের পশ্চিম দিকে তানজানিয়ার এক দ্বীপে জন্ম নেওয়া গুরনাহের নাম বৃহস্পতিবার পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি। তাঁর লেখায় ফুটে উঠে ঔপনিবেশিকতার দুর্দশা আর শরণার্থীদের কষ্টের গল্প। নোবেল কর্তৃপক্ষ জানায়– ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে আপসহীন ও সহানুভূতিশীল লেখনীর জন্য আবদুলরাজাক গুরনাহকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। সংস্কৃতি ও মহাদেশগুলোর শরণার্থীদের ভাগ্য নিয়েও কলম ধরেছেন তিনি। তানজানিয়ার নাগরিক আবদুলরাজাক গুরনাহ বর্তমানে ব্রিটেনে বসবাস করেন। তিনি মূলত ইংরেজিতে লেখেন। তাঁর বিখ্যাত কয়েকটি উপন্যাসের মধ্যে রয়েছে প্যারাডাইস (১৯৯৪)– বাই দ্য সি (২০০১)– দ্য লাস্ট গিফট (২০১১)– আফটারলাইভস (২০২০) ইত্যাদি। ‘প্যারাডাইস’ উপন্যাসটির জন্যই তিনি লাইমলাইটে আসেন। তাঁর সাহিত্যে শরণার্থীদের দুর্দশা এবং আফ্রিকান অঞ্চলের রাজনীতি স্থান পেয়েছে। মোট ১০টি উপন্যাস ও একটি ছোট গল্পের সংকলন রয়েছে তাঁর।
০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার অকুতোভয় কথাসাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ
-
বিপাশা চক্রবর্তী - আপডেট : ৭ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার
- 74
ট্যাগ :
Tanzanian novelist Abdul Razak Gurnah Tanzanian novelist Abdul Razak Gurnah won Nobel Prize Literature
সর্বধিক পাঠিত
























