২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
জোর করে পোশাক কিনতে চাপ, রাজি না হওয়ায় ভিন রাজ্যের শ্রমিকদের মারধর

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২২ মে ২০২৪, বুধবার
- / 12
আইভি আদক, হাওড়া: হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় এবার হকারের দাদাগিরি। জোর করে পোশাক বিক্রির অভিযোগ। পোশাক কিনতে না চাওয়ায় ভিন রজ্যের শ্রমিকদের উপর হামলা ও মারধর। এক শ্রমিককে মারধর করে ছিনিয়ে নেওয়া হয় গলার রূপোর চেন। সাহায্যের জন্য পুলিশ এগিয়ে এলে উল্টে পুলিশকেই হুমকি হকার ইউনিয়নের নেতার।
হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় লাগাতার দাদাগিরির অভিযোগে আতঙ্কিত সাধারণ মানুষ। এদিন বিহার থেকে আসা কিছু শ্রমিককে জোর করে পোশাক কেনানোর চেষ্টা চলে। টাকা না থাকায় পোশাক কিনতে নারাজ হাওয়ায় মারধর করা হয় তাদের। ঘটনার তদন্তে নেমেছে গোলাবাড়ি থানার পুলিশ।
Tag :