০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রুশ ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীর জেল

ইমামা খাতুন
  • আপডেট : ২২ মে ২০২৪, বুধবার
  • / 26

মস্কো, ২২ মে: রাষ্ট্রদ্রোহের দায়ে দেশের এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়া। আনাতোলি মাসলভ নামক ওই বিজ্ঞানী রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত বেশকয়েকজন রুশ বিজ্ঞানীদের মধ্যে একজন। তার বিরুদ্ধে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির তথ্য জার্মানিকে দেওয়ার অভিযোগ ছিল।  সেন্ট পিটার্সবার্গ শহরের একটি আদালতে পদার্থবিদ আনাতোলি মাসলভের (৭৭) বিরুদ্ধে ওঠা রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হয়। এর পরপরই তাকে কারাদণ্ড দেওয়া হয়। এখন থেকে ১৪ বছর তাকে জেলের কঠোর নিরাপত্তায় ঘেরা একটি কক্ষে বন্দি থাকতে হবে। আনাতোলি রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শব্দের চেয়েও ১০ গুণ বেশি গতিতে চলতে সক্ষম অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করেছেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, হাইপারসনিক অস্ত্রের ক্ষেত্রে রাশিয়া সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে এই কর্মসূচির তথ্য অন্য কোনও দেশকে পাঠানো দণ্ডনীয় অপরাধ ও রাষ্ট্রদ্রোহের সামিল।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রুশ ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীর জেল

আপডেট : ২২ মে ২০২৪, বুধবার

মস্কো, ২২ মে: রাষ্ট্রদ্রোহের দায়ে দেশের এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়া। আনাতোলি মাসলভ নামক ওই বিজ্ঞানী রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত বেশকয়েকজন রুশ বিজ্ঞানীদের মধ্যে একজন। তার বিরুদ্ধে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির তথ্য জার্মানিকে দেওয়ার অভিযোগ ছিল।  সেন্ট পিটার্সবার্গ শহরের একটি আদালতে পদার্থবিদ আনাতোলি মাসলভের (৭৭) বিরুদ্ধে ওঠা রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হয়। এর পরপরই তাকে কারাদণ্ড দেওয়া হয়। এখন থেকে ১৪ বছর তাকে জেলের কঠোর নিরাপত্তায় ঘেরা একটি কক্ষে বন্দি থাকতে হবে। আনাতোলি রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শব্দের চেয়েও ১০ গুণ বেশি গতিতে চলতে সক্ষম অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করেছেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, হাইপারসনিক অস্ত্রের ক্ষেত্রে রাশিয়া সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে এই কর্মসূচির তথ্য অন্য কোনও দেশকে পাঠানো দণ্ডনীয় অপরাধ ও রাষ্ট্রদ্রোহের সামিল।