২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল, রবিবার গভীর রাতে ল্যান্ডফলের পূর্বাভাস 

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার
  • / 19

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রচণ্ড শক্তি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। রবিবার সকাল থেকেই শক্তি বাড়িয়ে ওই দিন গভীর রাতে ১০০ কিলোমিটার বেগে আছড়ে পড়ার সম্ভাবনা। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন মাতলা নদীর কাছে ল্যান্ডফল হওয়ার পূর্বাভাস রয়েছে। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। সমুদ্রের জলচ্ছ্বাস থাকবে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার। রিমাল ঘূর্ণিঝড়ের জেরে সুন্দরবন, দুই ২৪ পরগনা, নদিয়া, মেদিনীপুর, কলকাতায়, হাওড়া সহ হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে। ২৪ মে সকালে এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এরপর সেটি ২৫ মে সন্ধ্যায় উত্তরপূর্ব এবং তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছতে পারে। সাগরে থাকা মৎস্যজীবীদের ফিরে আসতে বলতে হয়েছে, আগামী ২৬ মে পর্যন্ত সাগরে যাওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল, রবিবার গভীর রাতে ল্যান্ডফলের পূর্বাভাস 

আপডেট : ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রচণ্ড শক্তি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। রবিবার সকাল থেকেই শক্তি বাড়িয়ে ওই দিন গভীর রাতে ১০০ কিলোমিটার বেগে আছড়ে পড়ার সম্ভাবনা। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন মাতলা নদীর কাছে ল্যান্ডফল হওয়ার পূর্বাভাস রয়েছে। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। সমুদ্রের জলচ্ছ্বাস থাকবে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার। রিমাল ঘূর্ণিঝড়ের জেরে সুন্দরবন, দুই ২৪ পরগনা, নদিয়া, মেদিনীপুর, কলকাতায়, হাওড়া সহ হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে। ২৪ মে সকালে এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এরপর সেটি ২৫ মে সন্ধ্যায় উত্তরপূর্ব এবং তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছতে পারে। সাগরে থাকা মৎস্যজীবীদের ফিরে আসতে বলতে হয়েছে, আগামী ২৬ মে পর্যন্ত সাগরে যাওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।