২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিআরপিএফএর উদ্যোগে শহিদ জওয়ান সোহেল রানা মন্ডলের স্মরণে সম্মাননা অনুষ্ঠান 

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার
  • / 23

ইনামুল হক, বসিরহাট: সালটা ২০০৫, ২৩ মে। সময় সকাল দশটা। ঝাড়খন্ডে কর্মরত অবস্থায় মাওবাদীদের হানায় বোম ব্লাস্টে নিহত হন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা সিআরপিএফ এর কর্তব্যরত জওয়ান সোহেল রানা মন্ডল। মাত্র ২৩ বছর বয়সে আততায়ীদের হাতে শহিদ হন সোহেল রানা। তাঁর মরদেহ তেঁতুলিয়াতে বাড়ির পাশেই  সমাধিস্থ করা হয়।  দেখতে দেখতে কুড়িটি বছর পার হয়ে গেল। আজও চোখের জল মোছেনি বিধবা মায়ের । ১৯ বছর বয়সে স্থানীয় তেঁতুলিয়া হাই স্কুল থেকে  উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেই যোগদান করে সিআরপিএফএ।

কর্তব্যরত অবস্থায় ঝাড়খন্ডে মাওবাদীদের হানায় বোম ব্লাস্টে নিহত হন শহিদ সোহেল রানা মন্ডল। কুড়ি বছর পর ২৩ মে বৃহস্পতিবার সকালে সিআরপিএফের উর্দ্ধতন কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয়দেরকে সাথে নিয়ে শাহাদাত দিবস পালনের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হয়।

এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরপিএফ এর আধিকারিক এ কে সরকার সহ জওয়ানরা। ছিলেন স্বরূপনগর বাঙালি গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী সরকার, শহিদ সোহেল রানা মন্ডলের মা মাহফুজা বিবি সহ বিশিষ্টজনেরা। মা মাহফুজা বিবি কান্নায় ভেঙে পড়েন।

বিধবা মাকে সান্ত্বনা দিতে সিআরপিএফের আধিকারিক তার পরিবারকে সরকারি নিয়ম মেনেই সকল রকম সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিআরপিএফএর উদ্যোগে শহিদ জওয়ান সোহেল রানা মন্ডলের স্মরণে সম্মাননা অনুষ্ঠান 

আপডেট : ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার

ইনামুল হক, বসিরহাট: সালটা ২০০৫, ২৩ মে। সময় সকাল দশটা। ঝাড়খন্ডে কর্মরত অবস্থায় মাওবাদীদের হানায় বোম ব্লাস্টে নিহত হন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা সিআরপিএফ এর কর্তব্যরত জওয়ান সোহেল রানা মন্ডল। মাত্র ২৩ বছর বয়সে আততায়ীদের হাতে শহিদ হন সোহেল রানা। তাঁর মরদেহ তেঁতুলিয়াতে বাড়ির পাশেই  সমাধিস্থ করা হয়।  দেখতে দেখতে কুড়িটি বছর পার হয়ে গেল। আজও চোখের জল মোছেনি বিধবা মায়ের । ১৯ বছর বয়সে স্থানীয় তেঁতুলিয়া হাই স্কুল থেকে  উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেই যোগদান করে সিআরপিএফএ।

কর্তব্যরত অবস্থায় ঝাড়খন্ডে মাওবাদীদের হানায় বোম ব্লাস্টে নিহত হন শহিদ সোহেল রানা মন্ডল। কুড়ি বছর পর ২৩ মে বৃহস্পতিবার সকালে সিআরপিএফের উর্দ্ধতন কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয়দেরকে সাথে নিয়ে শাহাদাত দিবস পালনের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হয়।

এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরপিএফ এর আধিকারিক এ কে সরকার সহ জওয়ানরা। ছিলেন স্বরূপনগর বাঙালি গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী সরকার, শহিদ সোহেল রানা মন্ডলের মা মাহফুজা বিবি সহ বিশিষ্টজনেরা। মা মাহফুজা বিবি কান্নায় ভেঙে পড়েন।

বিধবা মাকে সান্ত্বনা দিতে সিআরপিএফের আধিকারিক তার পরিবারকে সরকারি নিয়ম মেনেই সকল রকম সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেন।