২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গুগল ম্যাপ দেখে বিভ্রান্তি! খালের জলে পড়ল পর্যটক ভর্তি গাড়ি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ মে ২০২৪, শনিবার
  • / 30

পুবের কলম, ওয়েবডেস্ক:  রাস্তা অজানা হলে গুগল ম্যাপই ভরসা। তবে সেই ভরসার কার্যকরী বস্তুটিই যদি অকেজো হয়ে যায়! গুগল ম্যাপের বিভ্রান্তির কারণে কোয়াট্টামামের খালের জলে ডুবে গেল একটি পর্যটক ভর্তি গাড়ি। শনিবার ভোর তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি মুন্নার থেকে আলপুঝা যাচ্ছিল। চারজন হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। গুগল ম্যাপের নির্দেশনা অনুযায়ী যাত্রীরা গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। গাড়িটি কুরাপানথারাতে খালের জলে পড়ে যায়, স্থানীয় ও পুলিশের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করা হয়। যাত্রীরা সকলেই সুস্থ আছেন। তবে বেলা ১১ টার পরে গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হয়।
ভারী বৃষ্টিপাতের কারণে খালটি উপচে পড়েছিল। ম্যাপের নির্দেশনা অনুযায়ী গাড়ির চালক সেটিকে জলবন্দি রাস্তা ভেবে সেদিকে চলে যায়। দুর্ঘটনার পর পরই একজন যাত্রী তৎক্ষণাৎ বেরিয়ে আসতে সক্ষম হয়, বাকিদের স্থানীয়রা উদ্ধার করে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুগল ম্যাপ দেখে বিভ্রান্তি! খালের জলে পড়ল পর্যটক ভর্তি গাড়ি

আপডেট : ২৫ মে ২০২৪, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  রাস্তা অজানা হলে গুগল ম্যাপই ভরসা। তবে সেই ভরসার কার্যকরী বস্তুটিই যদি অকেজো হয়ে যায়! গুগল ম্যাপের বিভ্রান্তির কারণে কোয়াট্টামামের খালের জলে ডুবে গেল একটি পর্যটক ভর্তি গাড়ি। শনিবার ভোর তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি মুন্নার থেকে আলপুঝা যাচ্ছিল। চারজন হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। গুগল ম্যাপের নির্দেশনা অনুযায়ী যাত্রীরা গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। গাড়িটি কুরাপানথারাতে খালের জলে পড়ে যায়, স্থানীয় ও পুলিশের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করা হয়। যাত্রীরা সকলেই সুস্থ আছেন। তবে বেলা ১১ টার পরে গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হয়।
ভারী বৃষ্টিপাতের কারণে খালটি উপচে পড়েছিল। ম্যাপের নির্দেশনা অনুযায়ী গাড়ির চালক সেটিকে জলবন্দি রাস্তা ভেবে সেদিকে চলে যায়। দুর্ঘটনার পর পরই একজন যাত্রী তৎক্ষণাৎ বেরিয়ে আসতে সক্ষম হয়, বাকিদের স্থানীয়রা উদ্ধার করে।