২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খুনের মামলায় বেকসুর খালাস ‘গডম্যান’ গুরমিত রাম রহিম সিং

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ মে ২০২৪, মঙ্গলবার
  • / 13

পুবের কলম, ওয়েবডেস্ক: খুনের মামলায় বেকসুর খালাস পেলেন ‘গডম্যান’ গুরমিত রাম রহিম সিং। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এই রায় দিয়েছে। তাঁর গোষ্ঠী ‘ডেরা সাচ্চা সৌদা’র প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিং খুনের মামলায় অভিযুক্ত ছিলেন রাম রহিম সহ আরও ৪ জন। এর আগে রাম রহিম দোষী সাব্যস্থ হওয়ার বিরুদ্ধে আপিল দায়ের করেছিলেন। তাতে অনুমতি দেওয়ার সময় আদালত এই রায় দেয়। মামলায় অন্য অভিযুক্তদের নাম অবতার সিং, কৃষাণ লাল, জসবীর সিং, সহ সাবদিল। বিচারচলাকালীন এদের মধ্যে একজনের মৃত্যু হয়।

২০০২ সালে খুন হন ডেরা সাচার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিংহ। গুলি করে হত্যা করা হয় তাঁকে। হরিয়ানার সিরসায় ডেরা সাচার আশ্রমে রাম রহিম যে মহিলাদের উপর যৌন নির্যাতন চালাচ্ছেন বলে যে চিঠি ফাঁস হয় তার নেপথ্যে রঞ্জিতেরই হাত ছিল বলে তদন্তে উঠে আসে। তাই রঞ্জিতের খুনেও নাম জড়ায় রাম রহিমের। ২০২১ সালে পঞ্চকুলার সিবিআই আদালত রাম রহিমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা শোনায়। ৩১ লক্ষ টাকা জরিমানাও করা হয় তাঁকে।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খুনের মামলায় বেকসুর খালাস ‘গডম্যান’ গুরমিত রাম রহিম সিং

আপডেট : ২৮ মে ২০২৪, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: খুনের মামলায় বেকসুর খালাস পেলেন ‘গডম্যান’ গুরমিত রাম রহিম সিং। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এই রায় দিয়েছে। তাঁর গোষ্ঠী ‘ডেরা সাচ্চা সৌদা’র প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিং খুনের মামলায় অভিযুক্ত ছিলেন রাম রহিম সহ আরও ৪ জন। এর আগে রাম রহিম দোষী সাব্যস্থ হওয়ার বিরুদ্ধে আপিল দায়ের করেছিলেন। তাতে অনুমতি দেওয়ার সময় আদালত এই রায় দেয়। মামলায় অন্য অভিযুক্তদের নাম অবতার সিং, কৃষাণ লাল, জসবীর সিং, সহ সাবদিল। বিচারচলাকালীন এদের মধ্যে একজনের মৃত্যু হয়।

২০০২ সালে খুন হন ডেরা সাচার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিংহ। গুলি করে হত্যা করা হয় তাঁকে। হরিয়ানার সিরসায় ডেরা সাচার আশ্রমে রাম রহিম যে মহিলাদের উপর যৌন নির্যাতন চালাচ্ছেন বলে যে চিঠি ফাঁস হয় তার নেপথ্যে রঞ্জিতেরই হাত ছিল বলে তদন্তে উঠে আসে। তাই রঞ্জিতের খুনেও নাম জড়ায় রাম রহিমের। ২০২১ সালে পঞ্চকুলার সিবিআই আদালত রাম রহিমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা শোনায়। ৩১ লক্ষ টাকা জরিমানাও করা হয় তাঁকে।