২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জামিন চেয়ে ফের হাইকোর্টের দরজায় হেমন্ত সোরেন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ মে ২০২৪, মঙ্গলবার
  • / 15

পুবের কলম, ওয়েবডেস্ক:  জামিন পেতে মরিয়া ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ফের হাইকোর্টের শরণাপন্ন হলেন তিনি। সোরেন আদালতে জানান, ৮.৫ একর জমির কোনও নথিতে তার নাম উল্লেখ নেই, তার বিরুদ্ধে অর্থ তছরুপের প্রতিরোধ আইনের অধীনে কোনও অপরাধ করা হয়নি। সোরেনের আরও দাবি, ইডি কিছু লোকের কথায় বিশ্বাস করে দাবি করছে, জমির পার্সেলটি তার, কিন্তু বিবৃতি সমর্থন করার জন্য কোনও নথি নেই। সোমবার ঝাড়খণ্ড হাইকোর্টকে বিষয়টির দ্রুত শুনানির জন্য অনুরোধ করেছিলেন। মঙ্গলবার বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায়ের এজলাসে এই মামলা নথিভুক্ত হয়েছে।

উল্লেখ্য, কেজরিওয়ালের জামিনের উদাহরণ টেনে ভোটের প্রচার করতে ‘জামিন’ চেয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হন জেএমএম নেতা হেমন্ত সোরেন। ইডির গ্রেফতারির বিরুদ্ধেও একটি মামলা তিনি করেছেন শীর্ষ আদালতে। জামিন মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার অবসরকালীন বেঞ্চের পর্যবেক্ষণ, ওই আর্জিতে তথ্যগোপন করা হয়েছে। হেমন্ত যে আদালতে আরেকটি জামিনের আর্জি জানিয়েছেন, সেটা এই আবেদনে জানানো হয়নি। আদালত জানিয়ে দেয়, হেমন্তের এই আচরণ কলঙ্কমুক্ত নয়। ২২ মে দেওয়া রায়ে সুপ্রিম কোর্ট সোরেনকে বলেছিল, বিচারাধীন আদালত যখন অর্থ তছরুপের প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে, তখন কীভাবে আশা রাখছেন ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানানোর।

উল্লেখ্য, জমি সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলায় গত ৩১ জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করেছিল হেমন্তকে। গ্রেফতারির আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছিলেন তিনি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জামিন চেয়ে ফের হাইকোর্টের দরজায় হেমন্ত সোরেন

আপডেট : ২৮ মে ২০২৪, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  জামিন পেতে মরিয়া ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ফের হাইকোর্টের শরণাপন্ন হলেন তিনি। সোরেন আদালতে জানান, ৮.৫ একর জমির কোনও নথিতে তার নাম উল্লেখ নেই, তার বিরুদ্ধে অর্থ তছরুপের প্রতিরোধ আইনের অধীনে কোনও অপরাধ করা হয়নি। সোরেনের আরও দাবি, ইডি কিছু লোকের কথায় বিশ্বাস করে দাবি করছে, জমির পার্সেলটি তার, কিন্তু বিবৃতি সমর্থন করার জন্য কোনও নথি নেই। সোমবার ঝাড়খণ্ড হাইকোর্টকে বিষয়টির দ্রুত শুনানির জন্য অনুরোধ করেছিলেন। মঙ্গলবার বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায়ের এজলাসে এই মামলা নথিভুক্ত হয়েছে।

উল্লেখ্য, কেজরিওয়ালের জামিনের উদাহরণ টেনে ভোটের প্রচার করতে ‘জামিন’ চেয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হন জেএমএম নেতা হেমন্ত সোরেন। ইডির গ্রেফতারির বিরুদ্ধেও একটি মামলা তিনি করেছেন শীর্ষ আদালতে। জামিন মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার অবসরকালীন বেঞ্চের পর্যবেক্ষণ, ওই আর্জিতে তথ্যগোপন করা হয়েছে। হেমন্ত যে আদালতে আরেকটি জামিনের আর্জি জানিয়েছেন, সেটা এই আবেদনে জানানো হয়নি। আদালত জানিয়ে দেয়, হেমন্তের এই আচরণ কলঙ্কমুক্ত নয়। ২২ মে দেওয়া রায়ে সুপ্রিম কোর্ট সোরেনকে বলেছিল, বিচারাধীন আদালত যখন অর্থ তছরুপের প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে, তখন কীভাবে আশা রাখছেন ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানানোর।

উল্লেখ্য, জমি সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলায় গত ৩১ জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করেছিল হেমন্তকে। গ্রেফতারির আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছিলেন তিনি।