০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তলোয়ার হাতে বিয়ের মণ্ডপ থেকে ধর্ষিতা নির্যাতিতকে অপহরণের চেষ্টা ধর্ষণকারির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩১ মে ২০২৪, শুক্রবার
  • / 11

পুবের কলম, ওয়েবডেস্ক:  হার মানালো বলিউডের কাহিনিকে। হাতে তলোয়ার নিয়ে ধর্ষিতাকে বিয়ের মণ্ডপ থেকে অপহরণের চেষ্টা ধর্ষণকারীর। হামলাকারীরা বিয়ের মণ্ডপে এসে কনের সামনে তলোয়ার, রড দিয়ে তাকে ভয় দেখাতে শুরু করে। মধ্যপ্রদেশের অশোকনগরে এক ২২ বছরের তরুণীর বিয়ের আনন্দ ঘন মুহূর্ত কয়েক সেকেন্ডের মধ্যেই বিষাদে ছেয়ে যায়। অভিযুক্ত ধর্ষণকারির নাম কালু ওরফে সেলিম খান। তার বিরুদ্ধে বিয়ের মণ্ডপে কনের সাজে থাকা তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। কালু সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ছড়িয়ে তাকে বদনামের চেষ্টা করে।

পরে যখন মেয়েটির অন্য পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়, বিয়ের দিন এসে হামলা চালায় সে। কালু তার সহযোগী যোধা, সমীর এবং শাহরুখের সঙ্গে মিলে ওই তরুণীর বাড়িতে হামলা চালায়। মেয়েটি রুখে দাঁড়াতেই কালু তার দলবল নিয়ে তার বাবা ও ভাইয়ের ওপর হামলা চালিয়ে তাদের পা ও হাত ভেঙে দেয়। নববধূর মাকে বেধরক মারধর করে, তরুণীকে টেনে হেঁচড়ে বিয়ের মণ্ডপ থেকে তুলে বাইরে আনে। পরিবারের চিৎকারে স্থানীয়রা এসে জড়ো হতেই কালু তার দলবল নিয়ে চম্পট দেয়। বুধবার গভীর রাতে স্থানীয় হিন্দু সংগঠনের কর্মীদের হস্তক্ষেপের পরেই পুলিশ মহিলা এবং তার বাবা উভয়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তলোয়ার হাতে বিয়ের মণ্ডপ থেকে ধর্ষিতা নির্যাতিতকে অপহরণের চেষ্টা ধর্ষণকারির

আপডেট : ৩১ মে ২০২৪, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  হার মানালো বলিউডের কাহিনিকে। হাতে তলোয়ার নিয়ে ধর্ষিতাকে বিয়ের মণ্ডপ থেকে অপহরণের চেষ্টা ধর্ষণকারীর। হামলাকারীরা বিয়ের মণ্ডপে এসে কনের সামনে তলোয়ার, রড দিয়ে তাকে ভয় দেখাতে শুরু করে। মধ্যপ্রদেশের অশোকনগরে এক ২২ বছরের তরুণীর বিয়ের আনন্দ ঘন মুহূর্ত কয়েক সেকেন্ডের মধ্যেই বিষাদে ছেয়ে যায়। অভিযুক্ত ধর্ষণকারির নাম কালু ওরফে সেলিম খান। তার বিরুদ্ধে বিয়ের মণ্ডপে কনের সাজে থাকা তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। কালু সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ছড়িয়ে তাকে বদনামের চেষ্টা করে।

পরে যখন মেয়েটির অন্য পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়, বিয়ের দিন এসে হামলা চালায় সে। কালু তার সহযোগী যোধা, সমীর এবং শাহরুখের সঙ্গে মিলে ওই তরুণীর বাড়িতে হামলা চালায়। মেয়েটি রুখে দাঁড়াতেই কালু তার দলবল নিয়ে তার বাবা ও ভাইয়ের ওপর হামলা চালিয়ে তাদের পা ও হাত ভেঙে দেয়। নববধূর মাকে বেধরক মারধর করে, তরুণীকে টেনে হেঁচড়ে বিয়ের মণ্ডপ থেকে তুলে বাইরে আনে। পরিবারের চিৎকারে স্থানীয়রা এসে জড়ো হতেই কালু তার দলবল নিয়ে চম্পট দেয়। বুধবার গভীর রাতে স্থানীয় হিন্দু সংগঠনের কর্মীদের হস্তক্ষেপের পরেই পুলিশ মহিলা এবং তার বাবা উভয়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে।