০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুরবানি ঈদের ছুটি ঘোষণা তেলেঙ্গানায়

ইমামা খাতুন
  • আপডেট : ৩ জুন ২০২৪, সোমবার
  • / 13

পুবের কলম,ওয়েবডেস্ক:  প্রতীক্ষার প্রহর গুনছে বিশ্বের তামাম ইসলাম ধর্মাবলম্বীরা। আর কিছুদিনের মধ্যেই পালিত হবে ঈদ-উল-আজহা (প্রকান্তরে ঈদুজ্জোহা)। আরব দুনিয়া থেকে মধ্য  প্রাচ্যের একাংশে বা ভারতীয় উপমহাদেশ- উৎসবের প্রস্তুতি  শুরু হয়ে গিয়েছে  সর্বত্র।  বিশেষ করে হায়দরাবাদে। ইতিমধ্যেই ১ দিনের ছুটি ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার। তবে সেটি পরিবর্তিত বলেই জানা গেছে। আপাতত ক্যালেন্ডার অনুযায়ী ১৭ জুন কুরবানি ঈদের ছুটি ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। চাঁদ ওঠার ওপর নির্ভর করে ছুটি পরিবর্তন করা হবে বলে জানা গেছে। ঈদ-কে স্বাগত জানানোর জন্য হায়দরাবাদের অলি-গলিতে শুরু হয়ে গিয়েছে সাজ-সজ্জা। দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসে সেখানে ভিড় জমাচ্ছেন। বিক্রি করছেন গবাদি পশু। বিশেষ করে  অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ, এবং মহারাষ্ট্রের মানুষরা হায়দরাবাদে এসে ভিড় জমিয়েছেন। এই দিনটিকে- বকরি ঈদ বা কুরবানি ঈদ-ও বলা হয়ে থাকে। আরবি ‘কুরবান’ থেকে এসেছে এই নাম। ফারসি ভাষায় এর অর্থ- ‘নৈকট্য’। পরম  করুণাময়ের নিকটে যাওয়ার জন্যই কুরবানি শব্দের ব্যবহার দেখা যায় কুরআন শরীফে।  ইসলামীয় ক্যালেন্ডার অনুযায়ী, হিজরি সালের ১২তম মাস হল জিলহজ্জ। আর এই মাসের ১০ তারিখে বিশ্বের মুসলমানরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কোরবানির ঈদ উদযাপন করেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুরবানি ঈদের ছুটি ঘোষণা তেলেঙ্গানায়

আপডেট : ৩ জুন ২০২৪, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক:  প্রতীক্ষার প্রহর গুনছে বিশ্বের তামাম ইসলাম ধর্মাবলম্বীরা। আর কিছুদিনের মধ্যেই পালিত হবে ঈদ-উল-আজহা (প্রকান্তরে ঈদুজ্জোহা)। আরব দুনিয়া থেকে মধ্য  প্রাচ্যের একাংশে বা ভারতীয় উপমহাদেশ- উৎসবের প্রস্তুতি  শুরু হয়ে গিয়েছে  সর্বত্র।  বিশেষ করে হায়দরাবাদে। ইতিমধ্যেই ১ দিনের ছুটি ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার। তবে সেটি পরিবর্তিত বলেই জানা গেছে। আপাতত ক্যালেন্ডার অনুযায়ী ১৭ জুন কুরবানি ঈদের ছুটি ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। চাঁদ ওঠার ওপর নির্ভর করে ছুটি পরিবর্তন করা হবে বলে জানা গেছে। ঈদ-কে স্বাগত জানানোর জন্য হায়দরাবাদের অলি-গলিতে শুরু হয়ে গিয়েছে সাজ-সজ্জা। দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসে সেখানে ভিড় জমাচ্ছেন। বিক্রি করছেন গবাদি পশু। বিশেষ করে  অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ, এবং মহারাষ্ট্রের মানুষরা হায়দরাবাদে এসে ভিড় জমিয়েছেন। এই দিনটিকে- বকরি ঈদ বা কুরবানি ঈদ-ও বলা হয়ে থাকে। আরবি ‘কুরবান’ থেকে এসেছে এই নাম। ফারসি ভাষায় এর অর্থ- ‘নৈকট্য’। পরম  করুণাময়ের নিকটে যাওয়ার জন্যই কুরবানি শব্দের ব্যবহার দেখা যায় কুরআন শরীফে।  ইসলামীয় ক্যালেন্ডার অনুযায়ী, হিজরি সালের ১২তম মাস হল জিলহজ্জ। আর এই মাসের ১০ তারিখে বিশ্বের মুসলমানরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কোরবানির ঈদ উদযাপন করেন।