একুশে ফেব্রুয়ারি, আজ শহরেজুড়ে পালিত হবে একাধিক কর্মসূচি
- আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
 - / 122
 
পুবের কলম প্রতিবেদক: আজ একুশে ফেব্রুয়ারি। এ দিনেই বাংলা ভাষার মর্যাদা রক্ষায় প্রাণ দিয়েছিলেন সালাম-বরকতরা। তারপর এই দিনটিকে সম্মান জানিয়ে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে রাষ্ট্রসংঘ। তারপর থেকে দুনিয়াজুড়ে দিনটি পালিত হয়। বাংলা ভাষার জন্য এই আত্মত্যাগের দিনটিকে সম্মান জানাতে আজ শহর কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে। সরকারি ও বেসরকারি নানান উদ্যোগে দিনটি মর্যাদার সঙ্গে পালিত হবে।
জানা গিয়েছে, আজ আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে একটি অনুষ্ঠান হবে। সকাল ১১টা থেকে দিনভর চলবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন ও একুশের সম্মাননা প্রদানের কর্মসূচি। উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক ড. পারভিন আহমেদ আলম, উপনিবন্ধক ড. শেখ আসফাক আহমেদ উপস্থিত থাকবেন। একুশের সম্মাননা প্রদান করা হবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। এই মহতী অনুষ্ঠানের থাকবেন রাজ্যের সংখ্যালঘু দফতরের সচিব ড. পি বি সালিম-সহ বিশিষ্টরা। অন্যদিকে, রাজ্য সরকারের তথ্য ও সংßৃñতি দফতর এবং কলকাতা পুরনিগমের যৌথ উদ্যোগে হবে বিশেষ অনুষ্ঠান। কলকাতার দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছাড়াও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ বহু বিশিষ্টজন অনুষ্ঠানে থাকবেন। অন্যদিকে, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এর সামনে রাণুছায়া মঞ্চে রাতভর অনুষ্ঠান রয়েছে সামাজিক সংগঠন ভাষা ও চেতনা সমিতির। তৃণমূল ছাত্র পরিষদের তরফেও একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি কলেজ ক্যাম্পাসে। বাম-কংগ্রেসের সাংßৃñতিক সংগঠনগুলিরও রয়েছে নানান কর্মসূচি।
																			
																		

















































