০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যাদবপুর কাণ্ড: ভিডিয়োর সত্যতা নিয়ে পাল্টা চ্যালেঞ্জ দেবাংশুর

সুস্মিতা
  • আপডেট : ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার
  • / 22

মন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি চাপা দেওয়ার ভিডিয়ো

পুবের কলম প্রতিবেদক : যাদবপুর কান্ড নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম। যাদবপুর কান্ড নিয়ে উত্তাপ ছড়াতে ছড়াচ্ছে বাম ছাত্র সংগঠন এসএফআই। সঙ্গে রয়েছে অতি বাম সংগঠনও। পাল্টা তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনও শিক্ষামন্ত্রীর ওপর হামলার প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে। ঘটনার সূত্রপাত, শনিবার যেদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ওয়েবকুপার সম্মেলনে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান। সেদিন একদল ছাত্রছাত্রী মন্ত্রীকে ক্যাম্পাসে ঢুকতে এবং বেরোতে বাধা দেয়। অভিযোগ ব্রাত্য বসু সামনে দাঁড়ানো ছাত্রদের প্রতিরোধ না মেনে সামনে দিয়ে গাড়ি চালাতে বলেন। সেই গাড়ির চাকার সামনে পড়ে একজন ইন্দ্রানুজ রায় এবং আরও একজন ছাত্র আহত হয়। ইন্দ্রানুজ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার দিন মন্ত্রীর গাড়িতে আহত ছাত্রের ভিডিও ভাইরাল হয়েছে। এসএফআই ছাত্র সংগঠন এই ভিডিও নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে মঙ্গলবার। যে ভিডিওর সত্যতাকে চ্যালেঞ্জ করে তৃণমূল ভবনে এদিনই পাল্টা সাংবাদিক সম্মেলন করলেন দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচাৰ্য।

শনিবারের ঘটনা নিয়ে বাম ছাত্র সংগঠনের মিথ্যাচারের অভিযোগ করে মঙ্গলবার তৃণমূল ভবনে প্রমান দাখিল করলেন দেবাংশু ভট্টাচার্য । দেবাংশু বলেন, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওপেন এয়ার থিয়েটারে ওয়েবকুপার বার্ষিক সভায় গাড়ির বনেটে চেপে হামলা চালায় বাম এবং অতি বাম পড়ুয়ারা। যে ঘটনায় আহত হন শিক্ষামন্ত্রী এবং আহত হন আন্দোলনরত পড়ুয়াও। যাদের মধ্যে ছিলেন ইন্দ্রানুজ রায়।
বাম ছাত্র সংগঠনের অভিযোগ, ইন্দ্রানুজের চোখের উপর দিয়ে শিক্ষা মন্ত্রীর গাড়ির চাকা চলে যায়। তারা ইন্দ্রানুজের রক্তাক্ত হওয়ার ভিডিও ভাইরাল করেছে। ক্লিনিকালি এই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন দেবাংশু। তাঁর প্রশ্ন, গাড়ির সামনে আড়াআড়ি ভাবে পড়া ছাত্রের কিভাবে শুধুমাত্র চোখে আঘাত লাগতে পারে? কপাল, ঘাড়, গলার হাড় অক্ষত রেখে?

ঘটনার দিন তৃণমূল গুন্ডারা বিশ্ববিদ্যালয় ঢুকে হামলা চালিয়েছিল বলে অভিযোগ জানিয়েছিল এসএফআই। দেবাংশু এদিন প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয়ের সদস্য, যাদবপুরের পড়ুয়ারা এবং ব্রাত্য বসুর সঙ্গে আসা কয়েকজন বাদে তৃণমূল কন্যাদের ছবি কোথায়? বরং ব্রাত্য বসুর কাছে এসএফআইয়ের স্মারকলিপি জমা দেওয়ার ছবি তুলে ধরেন দেবাংশু। এদিন ঘটনার সবচেয়ে বিতর্কিত গাড়ির তলায় পড়া ছবিটি তুলে ধরে দেবাংশু প্রশ্ন তোলেন, এই ছবির ভিডিও কোথায় সেদিন কোন স্টিল ছবি পাওয়া যায়নি কেন? যে ভিডিও থেকে স্টিল ছবিটি বানানো হয়েছে, সামনে থেকে পাওয়া এই ভিডিওটি কোথায়?

সর্বোপরি এদিন দেবাংশু ইন্দ্রানুজের মাছ দেড়েক আগের একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টকে সব প্রকাশ্যে আনেন। যেখানে ইন্দ্রানুজকে বলতে শোনা যাচ্ছে, এসএফআই তাদের (অতিবাম ছাত্রদের ) লাশ ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে| নিজেকে অতিবাম সংগঠনের সদস্য বলে পরিচয় দিচ্ছে। ইন্দ্রানুজের সঙ্গে বামছাত্র সংগঠনের সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন দেবাংশু ভট্টাচার্য। প্রকাশ্যে এসএফআই এর দিকে
চ্যালেঞ্জ ছুঁড়ে এদিন তৃণমূল ভবনে তোলা অভিযোগগুলির প্রমান চেয়েছেন দেবাংশু।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যাদবপুর কাণ্ড: ভিডিয়োর সত্যতা নিয়ে পাল্টা চ্যালেঞ্জ দেবাংশুর

আপডেট : ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার

মন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি চাপা দেওয়ার ভিডিয়ো

পুবের কলম প্রতিবেদক : যাদবপুর কান্ড নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম। যাদবপুর কান্ড নিয়ে উত্তাপ ছড়াতে ছড়াচ্ছে বাম ছাত্র সংগঠন এসএফআই। সঙ্গে রয়েছে অতি বাম সংগঠনও। পাল্টা তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনও শিক্ষামন্ত্রীর ওপর হামলার প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে। ঘটনার সূত্রপাত, শনিবার যেদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ওয়েবকুপার সম্মেলনে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান। সেদিন একদল ছাত্রছাত্রী মন্ত্রীকে ক্যাম্পাসে ঢুকতে এবং বেরোতে বাধা দেয়। অভিযোগ ব্রাত্য বসু সামনে দাঁড়ানো ছাত্রদের প্রতিরোধ না মেনে সামনে দিয়ে গাড়ি চালাতে বলেন। সেই গাড়ির চাকার সামনে পড়ে একজন ইন্দ্রানুজ রায় এবং আরও একজন ছাত্র আহত হয়। ইন্দ্রানুজ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার দিন মন্ত্রীর গাড়িতে আহত ছাত্রের ভিডিও ভাইরাল হয়েছে। এসএফআই ছাত্র সংগঠন এই ভিডিও নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে মঙ্গলবার। যে ভিডিওর সত্যতাকে চ্যালেঞ্জ করে তৃণমূল ভবনে এদিনই পাল্টা সাংবাদিক সম্মেলন করলেন দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচাৰ্য।

শনিবারের ঘটনা নিয়ে বাম ছাত্র সংগঠনের মিথ্যাচারের অভিযোগ করে মঙ্গলবার তৃণমূল ভবনে প্রমান দাখিল করলেন দেবাংশু ভট্টাচার্য । দেবাংশু বলেন, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওপেন এয়ার থিয়েটারে ওয়েবকুপার বার্ষিক সভায় গাড়ির বনেটে চেপে হামলা চালায় বাম এবং অতি বাম পড়ুয়ারা। যে ঘটনায় আহত হন শিক্ষামন্ত্রী এবং আহত হন আন্দোলনরত পড়ুয়াও। যাদের মধ্যে ছিলেন ইন্দ্রানুজ রায়।
বাম ছাত্র সংগঠনের অভিযোগ, ইন্দ্রানুজের চোখের উপর দিয়ে শিক্ষা মন্ত্রীর গাড়ির চাকা চলে যায়। তারা ইন্দ্রানুজের রক্তাক্ত হওয়ার ভিডিও ভাইরাল করেছে। ক্লিনিকালি এই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন দেবাংশু। তাঁর প্রশ্ন, গাড়ির সামনে আড়াআড়ি ভাবে পড়া ছাত্রের কিভাবে শুধুমাত্র চোখে আঘাত লাগতে পারে? কপাল, ঘাড়, গলার হাড় অক্ষত রেখে?

ঘটনার দিন তৃণমূল গুন্ডারা বিশ্ববিদ্যালয় ঢুকে হামলা চালিয়েছিল বলে অভিযোগ জানিয়েছিল এসএফআই। দেবাংশু এদিন প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয়ের সদস্য, যাদবপুরের পড়ুয়ারা এবং ব্রাত্য বসুর সঙ্গে আসা কয়েকজন বাদে তৃণমূল কন্যাদের ছবি কোথায়? বরং ব্রাত্য বসুর কাছে এসএফআইয়ের স্মারকলিপি জমা দেওয়ার ছবি তুলে ধরেন দেবাংশু। এদিন ঘটনার সবচেয়ে বিতর্কিত গাড়ির তলায় পড়া ছবিটি তুলে ধরে দেবাংশু প্রশ্ন তোলেন, এই ছবির ভিডিও কোথায় সেদিন কোন স্টিল ছবি পাওয়া যায়নি কেন? যে ভিডিও থেকে স্টিল ছবিটি বানানো হয়েছে, সামনে থেকে পাওয়া এই ভিডিওটি কোথায়?

সর্বোপরি এদিন দেবাংশু ইন্দ্রানুজের মাছ দেড়েক আগের একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টকে সব প্রকাশ্যে আনেন। যেখানে ইন্দ্রানুজকে বলতে শোনা যাচ্ছে, এসএফআই তাদের (অতিবাম ছাত্রদের ) লাশ ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে| নিজেকে অতিবাম সংগঠনের সদস্য বলে পরিচয় দিচ্ছে। ইন্দ্রানুজের সঙ্গে বামছাত্র সংগঠনের সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন দেবাংশু ভট্টাচার্য। প্রকাশ্যে এসএফআই এর দিকে
চ্যালেঞ্জ ছুঁড়ে এদিন তৃণমূল ভবনে তোলা অভিযোগগুলির প্রমান চেয়েছেন দেবাংশু।