১৮ অক্টোবর ২০২৫, শনিবার, ৩১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
পিটিশনের স্তূপ হয়ে গেছে,

WAQF ACT: নতুন করে ১৩ টি আবেদন গ্রহণ করল না শীর্ষ আদালত

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
  • / 294

WAQF ACT:নতুন কোনও তথ্য থাকলে মূল পিটিশনের সঙ্গে যোগ করুন

 

পুবের কলম,ওয়েবডেস্ক: (WAQF ACT)  ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দাখিল নতুন ১৩টি আবেদন গ্রহণ করল না সুপ্রিম কোর্ট । স্পষ্ট জানিয়েছে, নতুন করে আর কোনও আবেদন গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট বিষয়ে যদি নতুন কিছু তথ্য থাকে তাহলে মূল পিটিশনের সঙ্গে তা যুক্ত করার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

 

যোগীরাজ্যে ফের সংখ্যালঘু সম্প্রদায়ের কিশোরকে হেনস্তা! হিন্দুস্তান জিন্দাবাদ বলে পাকিস্তানের পতাকায় প্রস্রাবের নির্দেশ

শুধু তাই নয়, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এদিন আরও জানায়, এতগুলি পিটিশন শোনা সম্ভব নয়। আমাদের পক্ষে পরিচালনা করা কঠিন হয়ে পরবে। সংশ্লিষ্ট বেঞ্চ ফিরোজ ইকবাল খান, ইমরান প্রতাপগড়ি, শাইখ মুনির আহমেদ  এবং মুসলিম অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন সহ আবেদনকারীদের জানায়, মূল পিটিশনে উল্লেখ নেই এমন কোনও টপিক থাকলে সেটা সেখানে যেন নথিভুক্ত করে নেন। এইভাবে পিটিশনের স্তূপ তৈরি হচ্ছে। আর কেসের বিলম্ব ঘটছে।  চলতি সপ্তাহের সোমবার একই বিষয়ে আবেদনকারী সৈয়দ আলী আকবরকেও উপরোল্লেখিত কথা জানায় শীর্ষ আদালত।

 

ওয়াকফ (WAQF ACT) নিয়ে প্রথম থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধীরা। তবে বিরোধীদের আপত্তি উড়িয়ে কয়েক সপ্তাহ আগেই সংসদের দুই কক্ষে ওয়াকফ বিল পাশ হয়। পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সই করার পর তা আইনে পরিণত হয়েছে। তার পরই মোদি সরকারের সংশোধিত ওয়াকফ  আইনের (WAQF ACT) সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে অন্তত ৭২টি মামলা হয়।

 

বিভিন্ন মুসলিম সংগঠনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও বিরোধী দলের সাংসদ, নেতারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। সব মামলা একত্রিত করে শুনানি হয় প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে। যার পরবর্তী শুনানি হবে আগামী ৫ মে।

 

 

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পিটিশনের স্তূপ হয়ে গেছে,

WAQF ACT: নতুন করে ১৩ টি আবেদন গ্রহণ করল না শীর্ষ আদালত

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

WAQF ACT:নতুন কোনও তথ্য থাকলে মূল পিটিশনের সঙ্গে যোগ করুন

 

পুবের কলম,ওয়েবডেস্ক: (WAQF ACT)  ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দাখিল নতুন ১৩টি আবেদন গ্রহণ করল না সুপ্রিম কোর্ট । স্পষ্ট জানিয়েছে, নতুন করে আর কোনও আবেদন গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট বিষয়ে যদি নতুন কিছু তথ্য থাকে তাহলে মূল পিটিশনের সঙ্গে তা যুক্ত করার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

 

যোগীরাজ্যে ফের সংখ্যালঘু সম্প্রদায়ের কিশোরকে হেনস্তা! হিন্দুস্তান জিন্দাবাদ বলে পাকিস্তানের পতাকায় প্রস্রাবের নির্দেশ

শুধু তাই নয়, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এদিন আরও জানায়, এতগুলি পিটিশন শোনা সম্ভব নয়। আমাদের পক্ষে পরিচালনা করা কঠিন হয়ে পরবে। সংশ্লিষ্ট বেঞ্চ ফিরোজ ইকবাল খান, ইমরান প্রতাপগড়ি, শাইখ মুনির আহমেদ  এবং মুসলিম অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন সহ আবেদনকারীদের জানায়, মূল পিটিশনে উল্লেখ নেই এমন কোনও টপিক থাকলে সেটা সেখানে যেন নথিভুক্ত করে নেন। এইভাবে পিটিশনের স্তূপ তৈরি হচ্ছে। আর কেসের বিলম্ব ঘটছে।  চলতি সপ্তাহের সোমবার একই বিষয়ে আবেদনকারী সৈয়দ আলী আকবরকেও উপরোল্লেখিত কথা জানায় শীর্ষ আদালত।

 

ওয়াকফ (WAQF ACT) নিয়ে প্রথম থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধীরা। তবে বিরোধীদের আপত্তি উড়িয়ে কয়েক সপ্তাহ আগেই সংসদের দুই কক্ষে ওয়াকফ বিল পাশ হয়। পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সই করার পর তা আইনে পরিণত হয়েছে। তার পরই মোদি সরকারের সংশোধিত ওয়াকফ  আইনের (WAQF ACT) সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে অন্তত ৭২টি মামলা হয়।

 

বিভিন্ন মুসলিম সংগঠনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও বিরোধী দলের সাংসদ, নেতারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। সব মামলা একত্রিত করে শুনানি হয় প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে। যার পরবর্তী শুনানি হবে আগামী ৫ মে।