যোগীরাজ্যে ফের সংখ্যালঘু সম্প্রদায়ের কিশোরকে হেনস্তা! হিন্দুস্তান জিন্দাবাদ বলে পাকিস্তানের পতাকায় প্রস্রাবের নির্দেশ
- আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
- / 303
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের যোগীরাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের হেনস্তা! পহেলগাঁও হামলার আবহে এক কিশোরকে হেনস্তার অভিযোগ। সোমবার আলিগড় স্কুল থেকে ফিরছিল ১৫ বছর বয়সি এক কিশোর। তাঁকে কলার ধরে হেনস্তা করার অভিযোগ ওঠে। সেই সঙ্গে ওই কিশোরকে পতাকায় প্রস্রাব করতে বাধ্য করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির ডানপন্থী দলের সদস্যদের বিরুদ্ধে।
সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি পুবের কলম ডিজিটাল। ভিডিয়োতে দেখা গিয়েছে স্কুল ইউনিফর্ম পরা নবম শ্রেণির ওই ছাত্রকে কলার ধরে টানতে থাকে কয়েকজন। হিন্দুস্থান জিন্দাবাদ এবং ভারত মাতা কি জয় স্লোগান দিতে জোরাজুরি করা হয়। স্থানীয়দের দাবি যে জায়গায় এই ঘটনা ঘটেছে তার খুব কাছেই পুলিশ সুপারের দফতর। এমনকী ঘটনার সময় কয়েকজন পুলিশ অফিসার বিষয়টি দেখলেও এই নিয়ে কোনও প্রতিবাদ করেননি বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে উত্তেজনা বাড়লে আলিগড় সিটির পুলিশ সুপার মৃগাঙ্ক শেখর পাঠক বলেন, “গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হচ্ছে। অভিযোগকারী কিশোরকে যাবতীয় তথ্য প্রমাণ জমা করতে বলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।”
আরও পড়ুন: ফের কানাডায় ভারতীয় ছাত্রীর মৃত্যু, পড়তে গিয়ে রহস্যমৃত্যু আপ নেতার কন্যার
নাম প্রকাশে অনিচ্ছুক এক তদন্তকারী অফিসার জানিয়েছে, “রসুলগঞ্জ এলাকার ঘটনা। দুপুর ২ টো থেকে ৩ টের মধ্যে ঘটনাটি ঘটে। ওই কিশোর তখন স্কুল থেকে বাড়ি ফিরছিল। সেদিন পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিবাদে একটি ডানপন্থী দল বনধ ডেকেছিল। রাস্তায় বেশ কয়েকটি পাকিস্তানের পতাকা পড়ে থাকতে দেখে ওই কিশোর। সেখান থেকে একটি কুড়িয়ে নেয়। এরপরই বনধ সমর্থকদের রোষের মুখে পড়ে কিশোরটি।”
ওই কিশোর জানিয়েছে, “আমি বন্ধুদের সঙ্গে ফিরছিলাম। কয়েকজন আমাকে বলে রাস্তায় কিছু পড়ে আছে। এরপরই আমি সেটা কুড়োতেই ওঁরা আমাকে টার্গেট করে।”




























