০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘অপারেশন সিঁদুর’ ট্রেডমার্ক নিয়ে ঢোঁক গিলল আম্বানি

চামেলি দাস
  • আপডেট : ৮ মে ২০২৫, বৃহস্পতিবার
  • / 47

পুবের কলম, ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের লোগোকে ট্রেডমার্ক হিসাবে পেতে আবেদন করেছিলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। এবার তা নিয়ে ঢোঁক গিলল সংস্থা। ভুল করে ওই আবেদন করা হয়েছিল বলে জানাল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। একটি বিবৃতি জারি করে এ কথা জানায় রিলায়েন্স। বিবৃতিতে বলা হয়েছে, অপারেশন সিঁদুর এখন ভারতীয় সাহসিকতার প্রতীক। জাতীয় চেতনার অংশ। রিলায়েন্স ইন্ডস্ট্রিজের এটিকে ট্রেডমার্ক করার কোনও ইচ্ছা নেই। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি ইউনিট জিও স্টুডিওজ ট্রেডমার্কের আবেদন প্রত্যাহার করে নিয়েছে।এক জুনিয়র ভুল করে কারও সম্মতি ছাড়াই ওই আবেদন করে ফেলেছিল। পরে জানিয়ে দেওয়া হয়, অপারেশন সিঁদুর নিয়ে রিলায়েন্স গর্বিত। এক জুনিয়র ভুল করে কারও সম্মতি ছাড়াই ওই আবেদন করে ফেলেছিল। পরে জানানো হয়, অপারেশন সিঁদুর নিয়ে রিলায়েন্স গর্বিত। সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ে আমাদেরর সরকার ও সেনার পাশে দাঁড়াচ্ছে রিলায়েন্স। ইন্ডিয়া ফার্স্ট-এর প্রতি আমাদের দায়বদ্ধতা একই রকম অটুট থাকবে।

বুধবারই অপারেশন সিঁদুরকে ওয়ার্ক মার্ক হিসেবে নথিভুক্ত করার আবেদন করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। মিশনের লোগোকে ট্রেডমার্ক হিসেবে পেতে চেয়েছিলেন আম্বানি। শিক্ষা ও বিনোদনমূলক পরিষেবা দানের ক্ষেত্রে লোগোটি ব্যবহার করতে চেয়েছিলেন তিনি। তবে আম্বানি একাই নন, আবেদন করেছেন আরও তিন ব্যক্তি। তাঁরা হলেন মুকেশ চেত্রাম আগরওয়াল, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ওবেরয়  ও অলোক কোঠারি। এবার রিলায়েন্স জানিয়ে দিল, এমন আবেদন তারা করেনি।

আরও পড়ুন: ফের সাংবাদিক বৈঠক বিদেশসচিব বিক্রম মিশ্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং

আরও পড়ুন: বৃহস্পতিবার দেশজুড়ে বাতিল চারশোরও বেশি বিমান, বন্ধ ২৭টি বিমানবন্দর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘অপারেশন সিঁদুর’ ট্রেডমার্ক নিয়ে ঢোঁক গিলল আম্বানি

আপডেট : ৮ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের লোগোকে ট্রেডমার্ক হিসাবে পেতে আবেদন করেছিলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। এবার তা নিয়ে ঢোঁক গিলল সংস্থা। ভুল করে ওই আবেদন করা হয়েছিল বলে জানাল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। একটি বিবৃতি জারি করে এ কথা জানায় রিলায়েন্স। বিবৃতিতে বলা হয়েছে, অপারেশন সিঁদুর এখন ভারতীয় সাহসিকতার প্রতীক। জাতীয় চেতনার অংশ। রিলায়েন্স ইন্ডস্ট্রিজের এটিকে ট্রেডমার্ক করার কোনও ইচ্ছা নেই। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি ইউনিট জিও স্টুডিওজ ট্রেডমার্কের আবেদন প্রত্যাহার করে নিয়েছে।এক জুনিয়র ভুল করে কারও সম্মতি ছাড়াই ওই আবেদন করে ফেলেছিল। পরে জানিয়ে দেওয়া হয়, অপারেশন সিঁদুর নিয়ে রিলায়েন্স গর্বিত। এক জুনিয়র ভুল করে কারও সম্মতি ছাড়াই ওই আবেদন করে ফেলেছিল। পরে জানানো হয়, অপারেশন সিঁদুর নিয়ে রিলায়েন্স গর্বিত। সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ে আমাদেরর সরকার ও সেনার পাশে দাঁড়াচ্ছে রিলায়েন্স। ইন্ডিয়া ফার্স্ট-এর প্রতি আমাদের দায়বদ্ধতা একই রকম অটুট থাকবে।

বুধবারই অপারেশন সিঁদুরকে ওয়ার্ক মার্ক হিসেবে নথিভুক্ত করার আবেদন করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। মিশনের লোগোকে ট্রেডমার্ক হিসেবে পেতে চেয়েছিলেন আম্বানি। শিক্ষা ও বিনোদনমূলক পরিষেবা দানের ক্ষেত্রে লোগোটি ব্যবহার করতে চেয়েছিলেন তিনি। তবে আম্বানি একাই নন, আবেদন করেছেন আরও তিন ব্যক্তি। তাঁরা হলেন মুকেশ চেত্রাম আগরওয়াল, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ওবেরয়  ও অলোক কোঠারি। এবার রিলায়েন্স জানিয়ে দিল, এমন আবেদন তারা করেনি।

আরও পড়ুন: ফের সাংবাদিক বৈঠক বিদেশসচিব বিক্রম মিশ্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং

আরও পড়ুন: বৃহস্পতিবার দেশজুড়ে বাতিল চারশোরও বেশি বিমান, বন্ধ ২৭টি বিমানবন্দর