২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হে আল্লাহ, দয়া করে এই দেশকে বাঁচান’: কাঁদতে কাঁদতে কাতর আর্জি পাক সাংসদের

ইমামা খাতুন
  • আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার
  • / 319

পুবের কলম ওয়েবডেস্ক: ভারতের পাল্টা হামলায় ফের দুরমুশ পাক বাহিনী। চরম অস্বস্তিতে ইসলামাবাদ। ভয়ে ত্রাস পাকিস্তানিরা। যার প্রতিফলন ঘটল পাকিস্তান সংসদেও।

জাতীয় পরিষদে ভাষণের সময়ই শাসক দলের সাংসদের চোখে জল। কান্নায় ভেঙে পড়লেন পাকিস্তান মুসলিম লীগ-এন-এর সাংসদ তাহির ইকবাল। যুদ্ধ হলে তার ভয়াবহ পরিণতির কথা ভেবে আতঙ্কিত সাংসদ ইকবাল প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সামনেই কাঁপা কাঁপা গলায় বলেন, “হে আল্লাহ, দয়া করে এই দেশকে বাঁচান।”

ভারত পাকিস্তান যুদ্ধের আবহে পাক সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। সেখানেই ভাষণ দিচ্ছিলেন তাহির ইকবাল। ভাষণের মাঝেই তাঁর গলা কেঁপে ওঠে। তারপরই প্রাক্তন সেনাকর্তা, বর্তমানে সংসদ সদস্য তাহির ইকবালকে বলতে শোনা যায়, আমি সমস্ত পাকিস্তানি আইন প্রণেতাদের ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি। হে আল্লাহ, আমরা আপনার সামনে মাথা নত করছি, দয়া করে এই দেশকে বাঁচান। তাহিরের মন্তব্য ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হে আল্লাহ, দয়া করে এই দেশকে বাঁচান’: কাঁদতে কাঁদতে কাতর আর্জি পাক সাংসদের

আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: ভারতের পাল্টা হামলায় ফের দুরমুশ পাক বাহিনী। চরম অস্বস্তিতে ইসলামাবাদ। ভয়ে ত্রাস পাকিস্তানিরা। যার প্রতিফলন ঘটল পাকিস্তান সংসদেও।

জাতীয় পরিষদে ভাষণের সময়ই শাসক দলের সাংসদের চোখে জল। কান্নায় ভেঙে পড়লেন পাকিস্তান মুসলিম লীগ-এন-এর সাংসদ তাহির ইকবাল। যুদ্ধ হলে তার ভয়াবহ পরিণতির কথা ভেবে আতঙ্কিত সাংসদ ইকবাল প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সামনেই কাঁপা কাঁপা গলায় বলেন, “হে আল্লাহ, দয়া করে এই দেশকে বাঁচান।”

ভারত পাকিস্তান যুদ্ধের আবহে পাক সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। সেখানেই ভাষণ দিচ্ছিলেন তাহির ইকবাল। ভাষণের মাঝেই তাঁর গলা কেঁপে ওঠে। তারপরই প্রাক্তন সেনাকর্তা, বর্তমানে সংসদ সদস্য তাহির ইকবালকে বলতে শোনা যায়, আমি সমস্ত পাকিস্তানি আইন প্রণেতাদের ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি। হে আল্লাহ, আমরা আপনার সামনে মাথা নত করছি, দয়া করে এই দেশকে বাঁচান। তাহিরের মন্তব্য ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প