যারা সিঁদুর মুছেছিল তারা যোগ্য জবাব পেয়েছে
জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলবেই: হুঙ্কার রাজনাথের

- আপডেট : ১১ মে ২০২৫, রবিবার
- / 80
পুবের কলম, ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে হামলার পর ‘অপারেশন সিঁদুর’ চালায় সেনা ভারতীয় সেনা। এখন ‘অপারেশন সিঁদুর’ চলছে বলে জানাল ভারতীয় সেনা। এদিকে রবিবার ব্রহ্মস-এর নতুন ইউনিট উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ দমনে ভারত সব সময় চেষ্টা চালিয়ে যাবে। যারা সিঁদুর মুছেছিল তারা যোগ্য জবাব পেয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলবেই।
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষমতা পাকিস্তানের রাওয়ালপিন্ডি পর্যন্ত অনুভূত হয়েছে। ভারতীয় বাহিনী পাক সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালিয়ে ইসলামাবাদকে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। রাজনাথের কথায়, “ভারতীয় সেনাবাহিনী কেবল বীরত্ব ও সাহসই প্রদর্শন করেনি, বরং সংযমও দেখিয়েছে। একাধিক পাকিস্তানি সামরিক অবস্থানে আঘাত করে কড়া জবাব দিয়েছে।”