মায়ের প্রেমিকের হাত খুন ১০ বছরের বালক!

- আপডেট : ১২ মে ২০২৫, সোমবার
- / 80
পুবের কলম, ওয়েবডেস্ক: গুয়াহাটিতে মায়ের প্রেমিকের হাতে খুন দশ বছরের এক বালক। প্রেমিকার ছেলেকে খুন করে একটি স্যুটকেশে ভরে ঝোঁপে ফেলে দেয় বলে খবর। গুয়াহাটি পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) মৃণাল ডেকা পিটিআইকে জানিয়েছেন, শনিবার শিশুটির মা নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছেন। ছেলে টিউশন থেকে বাড়ি ফেরে বলে জানানো হয়েছে। তিনি আরও বলেন, “আমরা তদন্ত শুরু করেছি এবং বশিষ্ঠ মন্দিরের কাছে ঝোঁপে একটি স্যুটকেশ পাওয়া গেছে। ছেলেটিকে খুন করে ব্যাগের ভিতরে পুরে সেখানে ফেলে দেওয়া হয়েছিল।”
ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় ছেলেটির মায়ের প্রেমিক স্বীকারোক্তি করেছে এবং পুলিশকে স্যুটকেশের বিষয়টি জানায়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ছেলেটির মাকেও আটক করেছে। খুনে মায়ের কী ভূমিকা ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলে ফরেন্সিক দল পৌঁছেছে। নমুনা সংগ্রহ করা হয়েছে।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।