তৃণমূল বিধায়ক তাপস সাহার মৃত্যুতে শোকবার্তা মমতার

- আপডেট : ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 160
বিধান সভায় শেষ শ্রদ্ধা বিমান-অভিষেক-ফিরহাদের
পুবের কলম ওয়েবডেস্ক: প্রয়াত তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহা। ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক ছিলেন তাপস সাহা। ২০২১ সালে তেহট্ট থেকে নির্বাচিত হন তিনি। বেশ কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মাসখানেক আগে বেঙ্গালুরুতেও গিয়েছিলেন চিকিৎসার জন্য। এরপর আচমকা বুধবার বাড়িতেই ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। সেই রাতেই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাঁর মৃত্যু ঘটে| বয়স হয়েছিল ৬৫ বছর।
বিধায়ক তাপস সাহার প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘নদীয়ার তেহট্টের বিধায়ক, আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য তাপস সাহার অকালমৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। তিনি আমার অনেক দিনের পুরাতন সহকর্মী ছিলেন। তাঁর মৃত্যু জেলা তথা বাংলার রাজনীতিতে অপূরনীয় ক্ষতি। আমি তাঁর পরিবার- পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অগণিত সমর্থককে আমার আন্তরিক সমবেদনা জানাই।
বিধায়কের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, তেহট্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমার দীর্ঘদিনের সহযোদ্ধা তাপস সাহার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।
বৃহস্পতিবার বিধানসভায় প্রয়াত বিধায়কের শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক নির্মল মাজি, সাংসদ মহুয়া মৈত্রসহ অন্যান্যরা।
এদিন বিধানসভায় তাপস সাহার দেহ নিয়ে আসা হলে শ্রদ্ধা জানান তাঁরা। শ্রদ্ধা জানানোর পর স্পিকারের ঘরে বসে বেশ কিছুক্ষণ কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।