বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত পাচ্ছে ১২.৩২ কোটি টাকা

- আপডেট : ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 299
পুবের কলম ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ হেরে এবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার স্বপ্নের সলিল সমাধি হয়েছে ভারতের। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এই প্রতিযোগিতার ফাইনালে খেলবে লর্ডসে। গত দু’টো বারও ফাইনালে উঠে রানার্স আপ হয়েই থাকতে হয়েছিল ভারতকে।
এবারের প্রতিযোগিতায় ফাইনালে উঠতে না পারলেও ভারত এই চ্যাম্পিয়নশিপে তিন নম্বরে শেষ করেছে। বৃহস্পতিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরস্কার মূল্য ঘোষণা করেছে আইসিসি। আর আইসিসির পুরস্কার মূল্য হিসেবে ভারত পেতে চলেছে ১৪.৪ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১২.৩২ কোটি টাকা। চ্যাম্পিয়ন দল পেতে চলেছে প্রায় ৩১ কোটি টাকা। রানার্স আপ পাবে ১৮.৪৮ কোটি টাকা। অর্থাৎ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল না উঠতে পারায় ভারত একটা বড় অঙ্ক খোয়াল।
এবারই প্রথমবার এই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের পুরস্কার মূল্য পেতে চলেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া গতবারের বিশ্বচ্যাম্পিয়ন। তাই তারা ইতিমধ্যেই চ্যাম্পিয়নের পুরস্কার মূল্য পাওয়ার স্বাদ পেয়েছে। এবার পেলে পর পর দু’বার সেই কৃতিত্বের অধিকারী হবে ব্যাগি গ্রিন। নিউজিল্যান্ড প্রথমবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বিজয়ী। এবার তারা শেষ করেছে চার নম্বরে। তারা পেতে চলেছে ১২ লক্ষ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ১০ কোটি ২৬ লক্ষ টাকা। সবার শেষে থাকা পাকিস্তান পেতে চলেছে মাত্র ৪ কোটি ১১ লক্ষ টাকা। উল্লেখ্য গত দুবারের তুলনায় এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরস্কার মূল্যও বাড়ানো হয়েছে অনেকটাই।