২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাথরপ্রতিমার পর এবার কুলতলির পুকুরে কুমির

চামেলি দাস
  • আপডেট : ৩ জুন ২০২৫, মঙ্গলবার
  • / 278

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: বাঘের পাশাপাশি এবার সুন্দরবনের কুলতলিতে কুমির আতঙ্ক। বনদফতরের জালে ধরা পড়ল কুমির।কুমিরের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।পুকুরে কুমির। পাথরপ্রতিমার পর এ বার কুলতলিতে কুমিরের আতঙ্ক।

সোমবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা দিলীপ দলুই দেখেন এক চারপেয়ে জন্তু তাঁর পুকুরের দিকে এগোচ্ছে।প্রথমে ঠিক মতো বুঝতে না পারলেও কাছে যেতেই তিনি বুঝতে পারেন ওটা কুমির। তিনি আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে এলাকার লোকজন সেখানে ছুটে যান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদফতরে।

আরও পড়ুন: সুন্দরবনে জাল জন্ম শংসাপত্র কাণ্ডে গ্রেফতার পঞ্চায়েতের এক অস্থায়ীকর্মী

পাথরপ্রতিমার পর এবার কুলতলির পুকুরে কুমির

আরও পড়ুন: সুন্দরবনে মেগা ম্যারাথন

জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারাই রাতেই পুকুরের জল কমানোর জন্য একটি মেশিন বসান। এমনকী কুমিরটিকে আটকে রাখার জন্য নাইলনের জাল পেতে দেওয়া হয় পুকুরের চারদিকে। মঙ্গলবার সকাল হতেই বনদফতরের কর্মীরা এসে ওই কুমিরকে জল থেকে তোলেন। কুমিরটি লম্বায় সাড়ে পাঁচ ফুট।

আরও পড়ুন: সুন্দরবনের মৈপীঠে ফের বাঘের আতঙ্ক

বনদফতর সূত্রে খবর, কুমিরের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।তবে আপাতত স্থানীয় বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেললে ও এলাকায় সতর্কতা জারি করেছে বনদফতর। পুকুর বা জলাশয়ের কাছে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের।দিলীপ দলুই বলেন, পুকুরে কুমির দেখব, কল্পনাও করিনি। বনদফতরের কাছে কৃতজ্ঞ।তারা দ্রুত কুমিরকে ধরতে পেরেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাথরপ্রতিমার পর এবার কুলতলির পুকুরে কুমির

আপডেট : ৩ জুন ২০২৫, মঙ্গলবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: বাঘের পাশাপাশি এবার সুন্দরবনের কুলতলিতে কুমির আতঙ্ক। বনদফতরের জালে ধরা পড়ল কুমির।কুমিরের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।পুকুরে কুমির। পাথরপ্রতিমার পর এ বার কুলতলিতে কুমিরের আতঙ্ক।

সোমবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা দিলীপ দলুই দেখেন এক চারপেয়ে জন্তু তাঁর পুকুরের দিকে এগোচ্ছে।প্রথমে ঠিক মতো বুঝতে না পারলেও কাছে যেতেই তিনি বুঝতে পারেন ওটা কুমির। তিনি আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে এলাকার লোকজন সেখানে ছুটে যান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদফতরে।

আরও পড়ুন: সুন্দরবনে জাল জন্ম শংসাপত্র কাণ্ডে গ্রেফতার পঞ্চায়েতের এক অস্থায়ীকর্মী

পাথরপ্রতিমার পর এবার কুলতলির পুকুরে কুমির

আরও পড়ুন: সুন্দরবনে মেগা ম্যারাথন

জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারাই রাতেই পুকুরের জল কমানোর জন্য একটি মেশিন বসান। এমনকী কুমিরটিকে আটকে রাখার জন্য নাইলনের জাল পেতে দেওয়া হয় পুকুরের চারদিকে। মঙ্গলবার সকাল হতেই বনদফতরের কর্মীরা এসে ওই কুমিরকে জল থেকে তোলেন। কুমিরটি লম্বায় সাড়ে পাঁচ ফুট।

আরও পড়ুন: সুন্দরবনের মৈপীঠে ফের বাঘের আতঙ্ক

বনদফতর সূত্রে খবর, কুমিরের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।তবে আপাতত স্থানীয় বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেললে ও এলাকায় সতর্কতা জারি করেছে বনদফতর। পুকুর বা জলাশয়ের কাছে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের।দিলীপ দলুই বলেন, পুকুরে কুমির দেখব, কল্পনাও করিনি। বনদফতরের কাছে কৃতজ্ঞ।তারা দ্রুত কুমিরকে ধরতে পেরেছে।