২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘অপারেশন সিঁদুর’-এ কার্যকর হওয়া ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করল নবান্ন

চামেলি দাস
  • আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার
  • / 128

পুবের কলম ওয়েবডেস্ক: প্রায় এক মাস পর ছুটি বাতিলের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য সরকার। গত ৭ মে রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছিল, আপাতত কোনও ছুটি নিতে পারবেন না সরকারি কর্মীরা। গত মাসে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর সীমান্তে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়, সেই কারণেই ছুটি বাতিল করা হয়েছিল।

নির্দেশিকায় সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের মঞ্জুর হওয়া ছুটি বাতিল করা হয়। শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত ছুটি আওতার বাইরে রাখা হয়। নবান্নের অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পিকে মিশ্রর সই করা নির্দেশিকায় বলা হয়,  ‘জনস্বার্থে এবং সরকারি পরিষেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে এই আদেশ জারি করা হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।’

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

পরে পরিস্থিতি শান্ত হলেও ছুটি বাতিলের নির্দেশিকা তুলে নেওয়া হয়নি। আগে থেকে যাঁদের ছুটি নেওয়া ছিল, তাঁদেরও ছুটি বাতিল হয়ে যায়। নবান্নের নির্দেশিকার পর কলকাতা পুরসভার ছুটিও বাতিল করে দেওয়া হয়েছিল। অবশেষে সেই নির্দেশিকা প্রত্যাহার করা হল। অর্থাৎ এবার থেকে স্বাভাবিক নিয়মে ছুটি নিতে পারবেন সরকারি কর্মীরা।

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘অপারেশন সিঁদুর’-এ কার্যকর হওয়া ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করল নবান্ন

আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: প্রায় এক মাস পর ছুটি বাতিলের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য সরকার। গত ৭ মে রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছিল, আপাতত কোনও ছুটি নিতে পারবেন না সরকারি কর্মীরা। গত মাসে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর সীমান্তে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়, সেই কারণেই ছুটি বাতিল করা হয়েছিল।

নির্দেশিকায় সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের মঞ্জুর হওয়া ছুটি বাতিল করা হয়। শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত ছুটি আওতার বাইরে রাখা হয়। নবান্নের অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পিকে মিশ্রর সই করা নির্দেশিকায় বলা হয়,  ‘জনস্বার্থে এবং সরকারি পরিষেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে এই আদেশ জারি করা হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।’

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

পরে পরিস্থিতি শান্ত হলেও ছুটি বাতিলের নির্দেশিকা তুলে নেওয়া হয়নি। আগে থেকে যাঁদের ছুটি নেওয়া ছিল, তাঁদেরও ছুটি বাতিল হয়ে যায়। নবান্নের নির্দেশিকার পর কলকাতা পুরসভার ছুটিও বাতিল করে দেওয়া হয়েছিল। অবশেষে সেই নির্দেশিকা প্রত্যাহার করা হল। অর্থাৎ এবার থেকে স্বাভাবিক নিয়মে ছুটি নিতে পারবেন সরকারি কর্মীরা।

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি