গোরক্ষকদের তাণ্ডব নিয়ে সরব ওয়াইসি

- আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
- / 141
পুবের কলম ওয়েবডেস্ক: ঈদ-উল আযহাকে সামনে রেখে মুসলিমদের ওপর নজরদারি চালায় গোরক্ষক বাহিনী। গবাদি পশু নিয়ে ব্যবসায়ীরা আসার সময় তাদের ওপর আক্রমণ ও তাণ্ডব চালায় গোরক্ষকরা। এই ঘটনা নিয়ে এবার কড়া বার্তা দিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) সভাপতি এবং হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি।
তিনি বলেছেন, “এই ধরনের নজরদারি গণতন্ত্রের পক্ষে শুভ নয়।” দারুস সালামে ঈদ মিলাপ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে হায়দরাবাদের সাংসদের বক্তব্য, ঈদুল আজহাকে সামনে রেখে যারা আইনশৃঙ্খলা বিঘ্নিত করেছে এবং আইন নিজেদের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। কারও কোনো সমস্যা থাকলে তিনি নজরদারির পরিবর্তে আইনের পথে হাঁটতে পারেন।
প্রসঙ্গত, রবিবার জলপল্লি রোডে দু’টি ডিসিএম গাড়িতে আগুন ধরিয়ে দেয় গোরক্ষক বাহিনী। সেই ঘটনা কার্যত পুলিশ প্রশাসন হাত গুটিয়ে বসেছিল বলে অভিযোগ। পরে গোরক্ষক বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মিম দলের কর্মীরা বিক্ষোভ দেখালে মাইলারদেবপল্লী থানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিম এমএলসি মির্জা রহমত বেগ দলের কর্মীদের নিয়ে হামলার ঘটনায় পুলিশের ওপর চাপ বাড়াতে থাকে। চাপের মুখে ব্যবস্থা নেয় পুলিশ।