০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাবা সাহেব বিতর্কে উত্তাল বিহার রাজনীতি, কংগ্রেস-আরজেডিকে একযোগে নিশানা মোদির

চামেলি দাস
  • আপডেট : ২০ জুন ২০২৫, শুক্রবার
  • / 147

পুবের কলম ওয়েবডেস্কঃ বিহারের জনসভা থেকে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে নিশানা মোদির। বিআর আম্বেদকর ছবি বিতর্কে উত্তাল বিহার রাজনীতি। শুক্রবার বিহারে সিওয়ানের জয়সওলিতে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে আরজেডি এবং কংগ্রেসকে একহাত নেন তিনি। লালু প্রসাদ যাদবের ৭৫ তম জন্মদিনের অনুষ্ঠানে তাঁর পায়ের তলায় বাবা সাহেব আম্বেদকরের ছবি থাকতে দেখা যায়। সেই ছবি ভাইরাল হয়।

যদিও পুবের কলম ডিজিটাল ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি। সেই ছবি বিতর্ক নিয়ে আরজেডি প্রধানকে তোপ দাগেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দলিতদের এই অপমান বিহার কখনও ভুলবে না।  “কংগ্রেস ও আরজেডি তাঁকে পায়ে স্থান দিতেই পারে, তবে তাঁর বাস আমার মনে।” তিনি আরও বলেন, “আরজেডি কখনও দলিতদের সম্মান করেনি। আমি সব সময় বলেছি “সবকা সাথ, সবকা বিকাশ।”  তবে কংগ্রেস ও আরজেডি মনে করে “পরিবারের সাথ, পরিবারের বিকাশ।”

কংগ্রেস ও আরজেডি পারিতন্ত্রে বিশ্বাসী। তারা এই রাজনীতি করতেই অভ্যস্থ। বাবা সাহেব যেহেতু এই নীতির বিরুদ্ধে ছিলেন তাই এরা বাবা সাহেবকে সম্মান করে না। কংগ্রেস ও আরজেডি বিহারের উন্নয়নের পরিপন্থী বলে এদিন জনসভা থেকে জানান।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীর: পূর্ণ রাজ্যের পর্যাদা চেয়ে শ্রীনগরে কংগ্রেসের প্রতিবাদ মিছিল 

অন্যদিকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রসংশা করেন প্রধানমন্ত্রী। বিহারের উন্নয়নের জন্য তিনি এক নতুন লঞ্চ প্যাড তৈরি করেছেন। এনডিএ সরকার বিহারকে ‘মেক ইন ইন্ডিয়া’ -র একটি প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলবে বলে এদিন তিনি জানান। রেল ও সড়ক উন্নয়নের মাধ্যমে বিহার নতুন অগ্রগতির দিকে এগিয়ে চলেছে।

আরও পড়ুন: চিনের দিকে ঈষৎ ঝুঁকে, বোঝালেন নেপালের প্রধানমন্ত্রী

 

আরও পড়ুন: দেশের স্বার্থের চেয়ে বড় মোদি-নেতানিয়াহু বন্ধুত্ব? জয়রাম রমেশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাবা সাহেব বিতর্কে উত্তাল বিহার রাজনীতি, কংগ্রেস-আরজেডিকে একযোগে নিশানা মোদির

আপডেট : ২০ জুন ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বিহারের জনসভা থেকে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে নিশানা মোদির। বিআর আম্বেদকর ছবি বিতর্কে উত্তাল বিহার রাজনীতি। শুক্রবার বিহারে সিওয়ানের জয়সওলিতে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে আরজেডি এবং কংগ্রেসকে একহাত নেন তিনি। লালু প্রসাদ যাদবের ৭৫ তম জন্মদিনের অনুষ্ঠানে তাঁর পায়ের তলায় বাবা সাহেব আম্বেদকরের ছবি থাকতে দেখা যায়। সেই ছবি ভাইরাল হয়।

যদিও পুবের কলম ডিজিটাল ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি। সেই ছবি বিতর্ক নিয়ে আরজেডি প্রধানকে তোপ দাগেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দলিতদের এই অপমান বিহার কখনও ভুলবে না।  “কংগ্রেস ও আরজেডি তাঁকে পায়ে স্থান দিতেই পারে, তবে তাঁর বাস আমার মনে।” তিনি আরও বলেন, “আরজেডি কখনও দলিতদের সম্মান করেনি। আমি সব সময় বলেছি “সবকা সাথ, সবকা বিকাশ।”  তবে কংগ্রেস ও আরজেডি মনে করে “পরিবারের সাথ, পরিবারের বিকাশ।”

কংগ্রেস ও আরজেডি পারিতন্ত্রে বিশ্বাসী। তারা এই রাজনীতি করতেই অভ্যস্থ। বাবা সাহেব যেহেতু এই নীতির বিরুদ্ধে ছিলেন তাই এরা বাবা সাহেবকে সম্মান করে না। কংগ্রেস ও আরজেডি বিহারের উন্নয়নের পরিপন্থী বলে এদিন জনসভা থেকে জানান।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীর: পূর্ণ রাজ্যের পর্যাদা চেয়ে শ্রীনগরে কংগ্রেসের প্রতিবাদ মিছিল 

অন্যদিকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রসংশা করেন প্রধানমন্ত্রী। বিহারের উন্নয়নের জন্য তিনি এক নতুন লঞ্চ প্যাড তৈরি করেছেন। এনডিএ সরকার বিহারকে ‘মেক ইন ইন্ডিয়া’ -র একটি প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলবে বলে এদিন তিনি জানান। রেল ও সড়ক উন্নয়নের মাধ্যমে বিহার নতুন অগ্রগতির দিকে এগিয়ে চলেছে।

আরও পড়ুন: চিনের দিকে ঈষৎ ঝুঁকে, বোঝালেন নেপালের প্রধানমন্ত্রী

 

আরও পড়ুন: দেশের স্বার্থের চেয়ে বড় মোদি-নেতানিয়াহু বন্ধুত্ব? জয়রাম রমেশ