ডিএ নিয়ে আরও ৬ মাসের সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন রাজ্যের
- আপডেট : ২৭ জুন ২০২৫, শুক্রবার
- / 164
পুবের কলম ওয়েবডেস্ক: ডিএ-র জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন রাজ্য সরকারের। টাকা এখনই দেওয়া সম্ভব নয়, আরও ছয় মাসের সময় চাইল পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি জানাতে পারেন না রাজ্য সরকারের কর্মীরা, রাজ্যের লিখিত আবেদন যুক্তি দেওয়া হয়েছে। রাজ্যের আর্থিক সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে ওই আবেদনে। রাজ্যের ফাইল করা পিটিশন কপি কর্মচারীদের কাছে পাঠানো হয়েছে।
স্যাট ও হাইকোর্টে ডিএ-র মামলায় জিতেছিলেন কর্মীরা। তার পরে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। অবশেষে গত মে মাসে, সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় রাজ্যকে। বিচারপতি সঞ্জয় কৌল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ ৩ মাসের মধ্যে রাজ্যকে বকেয়া ডিএ-এর ২৫% দেওয়ার নির্দেশ দেয়। ২৬ জুনের মধ্যে রাজ্যকে নির্দেশিকা প্রকাশ করতে বলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ডিএ-দিতে আরও ৬ মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করল রাজ্য সরকার।








































