১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পার্ক স্ট্রীটে ভুয়ো কল সেন্টার গ্রেফতার ৫

চামেলি দাস
  • আপডেট : ২৭ জুন ২০২৫, শুক্রবার
  • / 121

পুবের কলম ওয়েবডেস্ক: পার্ক স্ট্রিটের একটি ফ্ল্যাটে হানা দিয়ে কলকাতা পুলিশ সন্ধান পেল ভুয়ো কল সেন্টারের। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। আশুতোষ রায়, মোঃ সরফরাজ, আকিল আহমেদ, নওয়াজিস হোসেন, মোহাম্মদ রশিদ হোসেন। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে তারা মার্কিন মুলুকের বিভিন্ন প্রবাসী নাগরিকদের ফোন করে তাদের বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিত। ধৃতদের হেফাজত থেকে পুলিশ চারটি ল্যাপটপ, পাঁচটি মোবাইল ফোন, দুটি রাউটার এবং বিভিন্ন কম্পিউটারের সার্ভার ও একাধিক সিস্টেম আটক করে।

ধৃতদের শুক্রবার আদালতে পাঠিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। ধৃতদের বয়স ২২ থেকে ২৮ বছরের মধ্যে। পার্ক স্ট্রিট থানা এলাকার ২২, পার্ক লেনে এই ভুয়ো কল সেন্টার চলছিল। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৬৬, ৬৬ সি, ৬৬ডি,৮৪বি, ৪৩ ও ৬১ (২), ৩১৯ (২), ৩১৮ (৪), ৩৩৬(২), ৩৩৬(৩) ৩৩৮, ৩৪০ (২) ধারায় মামলা দায়ের করেছে সাইবার ক্রাইম শাখা।

আরও পড়ুন: কলকাতায় ভুয়ো কল সেন্টারের হদিশ, বাজেয়াপ্ত ১৭ লক্ষ টাকা সহ গ্রেফতার ৪

ধৃতদের এই চক্রে কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা শহরের পাশাপাশি রাজারহাট, নিউটাউন, বারাসত, মধ্যমগ্রাম বিভিন্ন এলাকাতে এই ধরনের ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এর আগেও একাধিক ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে পুলিশ প্রতারকদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। শহরের বুকে আর এরকম ভুয়ো সেন্টার আর কোথায় কোথায় আছে তা জানতে পুলিশ বিভিন্ন এলাকায় নজরদারি শুরু করেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পার্ক স্ট্রীটে ভুয়ো কল সেন্টার গ্রেফতার ৫

আপডেট : ২৭ জুন ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: পার্ক স্ট্রিটের একটি ফ্ল্যাটে হানা দিয়ে কলকাতা পুলিশ সন্ধান পেল ভুয়ো কল সেন্টারের। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। আশুতোষ রায়, মোঃ সরফরাজ, আকিল আহমেদ, নওয়াজিস হোসেন, মোহাম্মদ রশিদ হোসেন। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে তারা মার্কিন মুলুকের বিভিন্ন প্রবাসী নাগরিকদের ফোন করে তাদের বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিত। ধৃতদের হেফাজত থেকে পুলিশ চারটি ল্যাপটপ, পাঁচটি মোবাইল ফোন, দুটি রাউটার এবং বিভিন্ন কম্পিউটারের সার্ভার ও একাধিক সিস্টেম আটক করে।

ধৃতদের শুক্রবার আদালতে পাঠিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। ধৃতদের বয়স ২২ থেকে ২৮ বছরের মধ্যে। পার্ক স্ট্রিট থানা এলাকার ২২, পার্ক লেনে এই ভুয়ো কল সেন্টার চলছিল। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৬৬, ৬৬ সি, ৬৬ডি,৮৪বি, ৪৩ ও ৬১ (২), ৩১৯ (২), ৩১৮ (৪), ৩৩৬(২), ৩৩৬(৩) ৩৩৮, ৩৪০ (২) ধারায় মামলা দায়ের করেছে সাইবার ক্রাইম শাখা।

আরও পড়ুন: কলকাতায় ভুয়ো কল সেন্টারের হদিশ, বাজেয়াপ্ত ১৭ লক্ষ টাকা সহ গ্রেফতার ৪

ধৃতদের এই চক্রে কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা শহরের পাশাপাশি রাজারহাট, নিউটাউন, বারাসত, মধ্যমগ্রাম বিভিন্ন এলাকাতে এই ধরনের ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এর আগেও একাধিক ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে পুলিশ প্রতারকদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। শহরের বুকে আর এরকম ভুয়ো সেন্টার আর কোথায় কোথায় আছে তা জানতে পুলিশ বিভিন্ন এলাকায় নজরদারি শুরু করেছে।