জারি ধ্বংসলীলা, প্রকৃতির তাণ্ডবে হিমাচলে মৃত বেড়ে ৫১

- আপডেট : ২ জুলাই ২০২৫, বুধবার
- / 51
পুবের কলম,ওয়েবডেস্ক: প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত হিমাচল। একদিকে হড়পা বান অন্যদিকে লাগাতার বৃষ্টিতে নাজেহাল সাধারণ জনজীবন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৫১ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে নিখোঁজ ও আহতের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে। পুরো রাজ্য জুড়ে ভূমিধস তো রয়েছেই। কোনও প্রকার ক্ষয়ক্ষতি এড়াতে আগে থেকেই সমস্ত রকম প্রচেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। জারি রেড অ্যালার্ট।
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গোটা রাজ্যে গত ২৪ ঘণ্টায় মোট ১১টি মেঘভাঙা বৃষ্টির ঘটনা হয়েছে। তারসঙ্গে চারটি হড়পা বান ও একটি বড় ধসের খবর পাওয়া গিয়েছে। সবচেয়ে বিপর্যস্ত মান্ডি জেলা। এছাড়া আরও ১২ টি জেলায় পুরো জলের তলায় তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। বজ্রাঘাত, ডুবে, ধসে সহ বিভিন্ন কারণে ৫১ জনের মৃত্যু হয়েছে।
দিনভর তুমুল বৃষ্টির জেরে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা জারি রয়েছে। পাশাপাশি পানীয় জলের অভাবে ধুঁকছেন বহু স্থানীয় মানুষ। এখনও পর্যন্ত ২০৪টি কাঁচা ও পাকা বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। যার মধ্যে ২২ টি বাড়ি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। এছাড়া ৮৪ টির মতো দোকানঘর, গোয়ালঘর ও শ্রমিকদের থাকার কুঁড়েঘর বাজেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।