পাক সোশ্যাল মিডিয়া থেকে নিষেধাজ্ঞা শিথিল নয়াদিল্লির

- আপডেট : ২ জুলাই ২০২৫, বুধবার
- / 30
পুবের কলম,ওয়েবডেস্ক: পাক সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব ও ইনস্টাগ্রাম থেকে নিষেধাজ্ঞা শিথিল নয়াদিল্লির। পহেলগাঁও নারকীয় হত্যালীলা ও অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে ভুয়া খবর ছড়াতে উঠেপড়ে লেগেছিল পাক মিডিয়া। একাধিক ইউটিউব চ্যানেলে ভারতের বিরুদ্ধে প্ররচনামূলক খবর পেশ হতো নিত্যদিন। এই অভিযোগে পাকিস্তানি বহু খ্যাতনামীদের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ব্লক’ করেছিল নয়াদিল্লি। ব্লক হওয়া চ্যানেলগুলোর মধ্যে পাকিস্তানের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেল ছিল।
নিষিদ্ধ হওয়া পাক ইউটিউব চ্যানেলগুলির মধ্যে ছিল, ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিয়ো নিউজ, সুনো নিউজ এবং ‘দ্য পাকিস্তান এক্সপেরিয়েন্স’ ইত্যাদি। এবার ভারত-পাক সংঘর্ষের বিরতির ১ মাস পর সেই সেই নিষেধাজ্ঞা শিথিল করার পথে নয়াদিল্লি। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘নিষিদ্ধ’ ঘোষিত সেই চ্যানেল এবং বেশ কয়েকটি অ্যাকাউন্ট ‘আনব্লক’ করা হয়েছে।
এ ছাড়া, ওয়াসে হাবিব, আরজু কাজমি, সৈয়দ মুজাম্মিল শাহ, ক্রিকেটার শোয়েব আখতার এবং ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফারুকের মতো বেশ কয়েক সাংবাদিকদের স্বাধীন ইউটিউব চ্যানেলও ব্লক করা হয়েছিল। এবার সেগুলো আনব্লকজ করার কথা ভাবছে কেন্দ্র বলেই খবর। এছাড়া বহু খ্যাতনামী তারকাদের আইডিও ব্লক করা হয়েছিল সেসময়।