০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বিমান বন্দরে চেয়ারম্যান খলিলুর রহমান

সোমবার রাজ্যে ফিরলেন ৬০০-র বেশি হাজী

পুবের কলম প্রতিবেদক: সোমবার পবিত্র হজ সম্পন্ন করে দু’টি বিমানে ৬০০-র বেশি হাজী ফিরলেন কলকাতায়। রাজ্যের এই হাজীদের শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান। সোমবার সকাল নাগাদ বিমানবন্দরে পৌঁছে যান। তিনি হাজীদের সঙ্গে কথা বলেন, সউদিতে কোনও অসুবিধে হয়েছে কিনা সেই সম্পর্কে খোঁজ খবর নেন। এদিন ভোররাতে প্রথম বিমানে উত্তর ২৪ পরগনার ১০০-র বেশি হাজী হজ সম্পন্ন করে ফেরেন। এই বিমানে ছিলেন রাজ্য প্রখ্যাত আলেম মুফতি মাওলানা আবদুল মাতিন, বিশিষ্ট সমাজসেবী বাপ্পা মণ্ডল-সহ রাজ্যের অন্যান্য হাজীরা।

সাংসদ খলিলুর রহমান জানান, সোমবার নবম দিনে রাজ্যের হাজীরা সুষ্ঠভাবে ফিরে এসেছেন। আগামী ১১ জুলাই পর্যন্ত চলবে এই কর্মসূচী। তিনি আরও বলেন ২০২৫-এর হজ কার্যক্রম শেষ হওয়ার পরই চলতি মাসেই ২০২৬ সালের হজ সম্পর্কিত ঘোষণা শুরু হয়ে যাবে। মনে করা হচ্ছে চলতি মাসেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

 

তিনি বলেন, যাঁরা ২০২৬-এ হজ করতে ইচ্ছুক তাঁরা এখনই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। প্রত্যেকের আন্তর্জাতিক পাসপোর্ট থাকতে হবে। যার বৈধতা কমপক্ষে ২০২৬ সালের ৩১এ ডিসেম্বর পর্যন্ত হতে হবে। খলিলুর রহমান বলেন, যাঁরা এখনও পাসপোর্টের আবেদন করেন নি তাঁরা দ্রুত আবেদন করুন এবং ২০২৬-এ হজ সম্পন্ন করার জন্য নিজেদের প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করুন। রাজ্য হজ কমিটির পক্ষ থেকে জানানো হয় কলকাতা, বহরমপুর, শিলিগুড়ি অথা পিওপিএসকেতে আবেদন করুন। দ্রুত পাসপোর্ট পাওয়ার জন্য রাজ হজ কমিটি সহযোগিতা সব সময় রয়েছে চেয়ারম্যান জানান।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিমান বন্দরে চেয়ারম্যান খলিলুর রহমান

সোমবার রাজ্যে ফিরলেন ৬০০-র বেশি হাজী

আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার

পুবের কলম প্রতিবেদক: সোমবার পবিত্র হজ সম্পন্ন করে দু’টি বিমানে ৬০০-র বেশি হাজী ফিরলেন কলকাতায়। রাজ্যের এই হাজীদের শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান। সোমবার সকাল নাগাদ বিমানবন্দরে পৌঁছে যান। তিনি হাজীদের সঙ্গে কথা বলেন, সউদিতে কোনও অসুবিধে হয়েছে কিনা সেই সম্পর্কে খোঁজ খবর নেন। এদিন ভোররাতে প্রথম বিমানে উত্তর ২৪ পরগনার ১০০-র বেশি হাজী হজ সম্পন্ন করে ফেরেন। এই বিমানে ছিলেন রাজ্য প্রখ্যাত আলেম মুফতি মাওলানা আবদুল মাতিন, বিশিষ্ট সমাজসেবী বাপ্পা মণ্ডল-সহ রাজ্যের অন্যান্য হাজীরা।

সাংসদ খলিলুর রহমান জানান, সোমবার নবম দিনে রাজ্যের হাজীরা সুষ্ঠভাবে ফিরে এসেছেন। আগামী ১১ জুলাই পর্যন্ত চলবে এই কর্মসূচী। তিনি আরও বলেন ২০২৫-এর হজ কার্যক্রম শেষ হওয়ার পরই চলতি মাসেই ২০২৬ সালের হজ সম্পর্কিত ঘোষণা শুরু হয়ে যাবে। মনে করা হচ্ছে চলতি মাসেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

 

তিনি বলেন, যাঁরা ২০২৬-এ হজ করতে ইচ্ছুক তাঁরা এখনই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। প্রত্যেকের আন্তর্জাতিক পাসপোর্ট থাকতে হবে। যার বৈধতা কমপক্ষে ২০২৬ সালের ৩১এ ডিসেম্বর পর্যন্ত হতে হবে। খলিলুর রহমান বলেন, যাঁরা এখনও পাসপোর্টের আবেদন করেন নি তাঁরা দ্রুত আবেদন করুন এবং ২০২৬-এ হজ সম্পন্ন করার জন্য নিজেদের প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করুন। রাজ্য হজ কমিটির পক্ষ থেকে জানানো হয় কলকাতা, বহরমপুর, শিলিগুড়ি অথা পিওপিএসকেতে আবেদন করুন। দ্রুত পাসপোর্ট পাওয়ার জন্য রাজ হজ কমিটি সহযোগিতা সব সময় রয়েছে চেয়ারম্যান জানান।