ভালোভাবে তাওরাত না পড়ার ফল: ইহুদি ধর্মগুরু
গাজায় বিস্ফোরণে ৫ ইসরাইলি সেনা নিহত

- আপডেট : ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 161
পুবের কলম,ওয়েবডেস্ক: গাজায় বিস্ফোরণে ৫ ইসরাইলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত হানুন এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা শক্তিশালী বিস্ফোরণে পাঁচ ইসরাইলি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। সোমবার রাত ১০টার কিছু পরে পায়ে হেঁটে অভিযান চালানোর সময় এই হামলার শিকার হন তাঁরা। ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করে।
নিহত সেনারা হলেন: স্টাফ সার্জেন্ট মেইর শিমন আমার (২০), সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০), স্টাফ সার্জেন্ট নোয়াম আহরন মুসগাদিয়ান (২০), স্টাফ সার্জেন্ট মোশে শমুয়েল নল (২১), সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) বেনিয়ামিন আসুলিন (২৮)। এই চার তরুণ সেনা ‘নেতজাহ ইহুদা’ ব্যাটালিয়নের সদস্য, যারা মূলত অতি-গোঁড়া হারেদি (অর্থোডক্স) ইহুদিদের নিয়ে গঠিত। ধর্মীয় জীবনযাপন বজায় রেখে সেনাবাহিনীতে সেবা দেওয়ার জন্যই ১৯৯৯ সালে এই বিশেষ ইউনিট গঠন করা হয়।
এই ঘটনায় নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন ইসরাইলের প্রাক্তন প্রধান রাব্বি ও প্রভাবশালী ইহুদি ধর্মগুরু ইয়িতজাক ইউসুফ। তিনি বলেন, তসঠিকভাবে তাওরাত না পড়ার কারণেই হয়তো এই সেনাদের মৃত্যু হয়েছে। তাঁর মতে, তরুণ ইহুদিদের ধর্মীয় শিক্ষার ব্যাঘাত ঘটিয়ে সেনাবাহিনীতে পাঠানো হলে তা অনিবার্যভাবে বিপর্যয়ের কারণ হবে।
ইয়িতজাক ইউসুফ দীর্ঘদিন ধরে বলে আসছেন, ইহুদি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান; যেমন যিশিভা;থেকে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে না পাঠানো উচিত। তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এখন নিয়মিতভাবে এসব ধর্মীয় শিক্ষার্থীকে বাধ্যতামূলক সামরিক সেবায় যুক্ত করছে। ফলে ইসরাইলজুড়ে গোঁড়া ইহুদি সম্প্রদায় এবং সরকারের মধ্যে ব্যাপক টানাপড়েন সৃষ্টি হয়েছে।