ফের ধসে বিচ্ছিন্ন বরাক, আকাশ ছোঁয়া বিমান ভাড়া

- আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 139
শিলচর, ১০ জুলাই: টানা বর্ষায় অসমের লামডিং-বদরপুর পাহড় লাইনের দিহাকু-সুপার মধ্যবর্তী স্থানে ফের ধস নামায় অনির্দিষ্ট কালের জন্য পাহাড় লাইনে বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল।
রেলপথে বরাক উপত্যকার তিনজেলা-কাছাড়, করিমগঞ্জও-হাইলাকান্দি-সহ ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুর বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশের অন্যান্য অংশের সঙ্গে। উত্তর-পূর্ব-সীমান্ত রেলের চরম গাফিলতির দরুন পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে বলে এখন সর্বত্র অভিযোগ উঠছে।
লামডিং-বদরপুর পাহাড় লাইনের ধস প্রবল এলাকাগুলিতে উত্তর-পূর্ব সামান্ত রেল কর্তৃপক্ষ আগাম সতর্কতা অবলম্বন না করার জেরেই এই বিপর্যয় নেমেছে। শুকনো মরশুমে এই সব ধস প্লবল এলাকাগুলিতে ধস প্রতিরোধে রেল কর্তৃপক্ষ কোনও পদক্ষেপই গ্রহণ করেনি। যার ফলে বর্ষা নামলেই ঘন ঘন ধস নামতে দেখা যায়। অন্য দিকে সড়ক পথও বন্ধ ধস নামার কারণে।
বিচ্ছিন্ন উপত্যকাবাসীর যোগাযোগের একমাত্র অবলম্বন বিমান। কিন্তু তাতেও বিপত্তি। আকাশ পথেও লেগেছে আগুন। শিলচর থেকে কলকাতা বিমান ভাড়া হাঁকা হচ্ছে ১৫ হাজার টাকা। অথচ পাশের রাজ্য ত্রিপুরা থেকে কলকাতার বিমান ভাড়া সাড়ে তিন হাজার টাকা।