ইন্তেকাল করলেন নাইজেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি

- আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার
- / 198
পুবের কলম,ওয়েবডেস্ক: ইন্তেকাল করলেন নাইজেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি (৮২) ইন্না লিল্লাহ… । ব্রিটেনের লন্ডনে দীর্ঘদিন অসুস্থ থাকার পর এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবার লন্ডনের এক ক্লিনিকে তার মৃত্যু হয়। খবর নিশ্চিত করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবুর মুখপাত্র গারবা শেহু।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, বুহারির পরিবারও এই মৃত্যুর ঘোষণা দিয়েছে। তিনি বুহারির স্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং ভাইস প্রেসিডেন্ট কাশিম শেত্তিমাকে ইংল্যান্ডে গিয়ে মরদেহ ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন।
মুহাম্মাদু বুহারি আধুনিক নাইজেরিয়ার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ২০১৫ সালের সাধারণ নির্বাচনে তিনি ইতিহাস সৃষ্টি করেন, কারণ তিনিই প্রথম বিরোধীদলীয় প্রার্থী হিসেবে কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে হারিয়ে দেশটির সর্বোচ্চ পদে নির্বাচিত হন। গুডলাক জোনাথনকে পরাজিত করে বুহারি নাইজেরিয়ার প্রেসিডেন্ট হন। ঐ নির্বাচনকে দেশটির অন্যতম সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে মনে করা হয়।
বুহারি ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। ১৯৮০-এর দশকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে একবার ক্ষমতা দখল করে দেশ শাসন করেন। তবে পরবর্তীতে তিনি বেসামরিক রাজনীতিতে প্রবেশ করেন এবং নিজেকে ‘পরিবর্তিত গণতন্ত্রী’ হিসেবে পরিচয় দেন। ২০১৫ সালের মে থেকে ২০২৩ সালের মে পর্যন্ত টানা দুই মেয়াদে তিনি দেশ শাসন করেন।
বুহারি নাইজেরিয়ার গণতান্ত্রিক পরিবর্তনের প্রতীক হিসেবে স্মরণীয় হলেও, তিনি যে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আশির দশকে তিনি সামরিক শাসক হিসেবে ‘ইস্পাত কঠিন’ হাতে শাসন চালিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে নিজেকে রূপান্তরিত গণতন্ত্রকামী হিসেবে প্রতিষ্ঠিত করেন। দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে তিনি নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেন এবং দেশ পরিচালনায় নানা উদ্যোগ নেন। বুহারির মৃত্যুতে নাইজেরিয়া এবং আন্তর্জাতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।