রাশিয়ান মা সন্তানকে নিয়ে নিখোঁজ! সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ কেন্দ্রকে

- আপডেট : ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 48
পুবের কলম ওয়েবডেস্ক: পাঁচ বছরের সন্তানকে নিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছেন এক রাশিয়ান মহিলা। ঘটনাটি ঘটেছে ৭ জুলাই, সেই থেকে এখনও পর্যন্ত মা ও ছেলের কোনও খোঁজ মেলেনি। এই ঘটনায় চরম উদ্বিগ্ন চন্দননগরের বাসিন্দা সৈকত বসু, যিনি নিখোঁজ শিশুর বাবা। সন্তানের হেফাজতের জন্য তিনি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন।
বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ অবিলম্বে রাশিয়ান মহিলাকে খুঁজে বার করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রককে ওই মহিলার নামে লুকআউট নোটিস জারি করতে বলা হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, দিল্লি পুলিশকেও তৎপর হতে বলা হয়েছে। রাশিয়ান নাগরিক যাতে কোনও অবস্থাতেই ভারত ছেড়ে পালাতে না পারেন, তা নিশ্চিত করতে দেশের প্রতিটি বিমানবন্দরে নজরদারি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, হুগলির চন্দননগরের বোসপাড়ার বাসিন্দা সৈকত বসুর সঙ্গে ভিক্টোরিয়া নামের এক রাশিয়ান মহিলার পরিচয় হয় বিদেশে কাজ করার সময়। তাঁদের বিবাহ হয় এবং ২০২০ সালে তাঁদের সন্তান জন্মায়। তবে দাম্পত্য কলহের জেরে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং পরবর্তীতে তাঁরা আলাদা থাকতে শুরু করেন।
ছেলের হেফাজত নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছিল। আদালতের নির্দেশে সপ্তাহে তিন দিন মায়ের কাছে এবং বাকি দিনগুলোতে বাবার কাছে থাকার সিদ্ধান্ত হয়। কিন্তু অভিযোগ, ৭ জুলাই স্কুল ছুটির পর থেকেই শিশু এবং তার মা উধাও।
সৈকত বসুর আরও অভিযোগ, রাশিয়ান মায়ের আইনজীবীরাও তাঁকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, কোনও সময় নষ্ট না করে নিখোঁজ মহিলাকে খুঁজে বার করতে হবে এবং সন্তানকে অবিলম্বে বাবার হেফাজতে ফিরিয়ে দিতে হবে।