০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

একুশে জুলাই: ‘বাংলা বললেই বাংলাদেশি? ক্ষমতা থাকলে কলার ধরে বাইরে পাঠান: ফিরহাদ হাকিম

পুবের কলম,ওয়েবডেস্ক: আবেগের আর এক নাম একুশে জুলাই। সকল থেকেই লক্ষ লক্ষ মানুষ ধর্মতলা চত্বরে ভিড় জমিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সভা। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপি বিরোধী লড়াইয়ের কোন সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা শুনতে মুখিয়ে আছে সকলে। আজকের মঞ্চ থেকে কে কি বললেন  দেখে নিন এক নজরে

মন্ত্রী অরূপ বিশ্বাস বলতে উঠলেন মঞ্চে

এদিনের সভা থেকে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ২০২৬ সালে বিজেপিকে ২৬-এ নামিয়ে আনতে হবে। বিজেপি বাংলা ভাষা বিরোধী। বাঙালিদের প্রতি তীব্র বিদ্বেস ওদের মনে। বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের হকের টাকা, রাজস্বের টাকা এখান থেকে নিয়ে যাচ্ছে কেন্দ্র। কিন্তু পাওনা দিচ্ছে না এই বিজেপি। এরা বাংলাকে শেষ করতে চায়।’’

আরও পড়ুন: রক্ত দেব, কলিজা দেব, বিনাযুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়ব না, স্লোগান বেঁধে দিলেন মমতা

মঞ্চে ফিরহাদ হাকিম

এদিনের সভা থেকে ফিরহাদ বলেন, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই দেশজুড়ে সাম্প্রদায়িক বাতাবরণ দেখা দিচ্ছে। ক্ষমতায় আসার পর থেকে সাম্প্রদায়িকতায় উস্কানি দেওয়া চলছে। আমাদের এখান থেকে এক জন ওই দিকে গিয়ে ভিড়েছেন। এটা স্বামী বিবেকানন্দের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা। ভাগাভাগির রাজনীতি এখানে হবে না।’

আরও পড়ুন: সন্দেশখালির রেখা পাত্রের ছায়া সঙ্গী প্রতিবাদী সুদেষ্ণা, শ্যামলী, লতিকারা একুশে জুলাইয়ের সমাবেশে

শুধু তাই নয়, দেশজুড়ে চলা বাঙালি বিদ্বেস নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, ‘‘বাংলা বললেই বাংলাদেশি? আমি বাংলায় কথা বলি, ক্ষমতা আছে কলার ধরে বাইরে পাঠানোর? আমাকে বাংলাদেশি বলার? আমরা একসঙ্গে থাকি। এই মাটিতেই খেয়ে বড় হয়েছে। কারও সাধ্য নেই বাংলা থেকে বার করে দেওয়ার। বাংলাভাষীদের অপমান করলে গর্জে উঠুন।’’

ললিতেশ ত্রিপাঠী উঠলেন তৃণমূলের মঞ্চে।

তৃণমূলের উত্তরপ্রদেশের নেতা ললিতেশ ত্রিপাঠীকেও এদিনের মঞ্চে দেখা যায়। এদিন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। বলেন, খুব তাড়াতাড়ি বাংলা শিখে নেব। বাংলায় কথা বলতে চাই। আমাকে লোকসভা ভোটে লড়ার সুযোগ দিয়েছে তৃণমূল। আমি মমতা-অভিষেকের হাত শক্ত করার জন্য লড়াই করেছি। এ বারে হয়নি। আমি উত্তরপ্রদেশ থেকে তৃণমূলের প্রথম সাংসদ হয়ে দেখাব।

 

 

 

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একুশে জুলাই: ‘বাংলা বললেই বাংলাদেশি? ক্ষমতা থাকলে কলার ধরে বাইরে পাঠান: ফিরহাদ হাকিম

আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: আবেগের আর এক নাম একুশে জুলাই। সকল থেকেই লক্ষ লক্ষ মানুষ ধর্মতলা চত্বরে ভিড় জমিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সভা। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপি বিরোধী লড়াইয়ের কোন সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা শুনতে মুখিয়ে আছে সকলে। আজকের মঞ্চ থেকে কে কি বললেন  দেখে নিন এক নজরে

মন্ত্রী অরূপ বিশ্বাস বলতে উঠলেন মঞ্চে

এদিনের সভা থেকে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ২০২৬ সালে বিজেপিকে ২৬-এ নামিয়ে আনতে হবে। বিজেপি বাংলা ভাষা বিরোধী। বাঙালিদের প্রতি তীব্র বিদ্বেস ওদের মনে। বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের হকের টাকা, রাজস্বের টাকা এখান থেকে নিয়ে যাচ্ছে কেন্দ্র। কিন্তু পাওনা দিচ্ছে না এই বিজেপি। এরা বাংলাকে শেষ করতে চায়।’’

আরও পড়ুন: রক্ত দেব, কলিজা দেব, বিনাযুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়ব না, স্লোগান বেঁধে দিলেন মমতা

মঞ্চে ফিরহাদ হাকিম

এদিনের সভা থেকে ফিরহাদ বলেন, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই দেশজুড়ে সাম্প্রদায়িক বাতাবরণ দেখা দিচ্ছে। ক্ষমতায় আসার পর থেকে সাম্প্রদায়িকতায় উস্কানি দেওয়া চলছে। আমাদের এখান থেকে এক জন ওই দিকে গিয়ে ভিড়েছেন। এটা স্বামী বিবেকানন্দের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা। ভাগাভাগির রাজনীতি এখানে হবে না।’

আরও পড়ুন: সন্দেশখালির রেখা পাত্রের ছায়া সঙ্গী প্রতিবাদী সুদেষ্ণা, শ্যামলী, লতিকারা একুশে জুলাইয়ের সমাবেশে

শুধু তাই নয়, দেশজুড়ে চলা বাঙালি বিদ্বেস নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, ‘‘বাংলা বললেই বাংলাদেশি? আমি বাংলায় কথা বলি, ক্ষমতা আছে কলার ধরে বাইরে পাঠানোর? আমাকে বাংলাদেশি বলার? আমরা একসঙ্গে থাকি। এই মাটিতেই খেয়ে বড় হয়েছে। কারও সাধ্য নেই বাংলা থেকে বার করে দেওয়ার। বাংলাভাষীদের অপমান করলে গর্জে উঠুন।’’

ললিতেশ ত্রিপাঠী উঠলেন তৃণমূলের মঞ্চে।

তৃণমূলের উত্তরপ্রদেশের নেতা ললিতেশ ত্রিপাঠীকেও এদিনের মঞ্চে দেখা যায়। এদিন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। বলেন, খুব তাড়াতাড়ি বাংলা শিখে নেব। বাংলায় কথা বলতে চাই। আমাকে লোকসভা ভোটে লড়ার সুযোগ দিয়েছে তৃণমূল। আমি মমতা-অভিষেকের হাত শক্ত করার জন্য লড়াই করেছি। এ বারে হয়নি। আমি উত্তরপ্রদেশ থেকে তৃণমূলের প্রথম সাংসদ হয়ে দেখাব।