২৩ জুলাই ২০২৫, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘দিদির আঁচলে নিরাপদ’, মমতার মুখ চিত্রায়িত সবুজ শাড়ি পরে ২১শের সভায় একঝাঁক মহিলা

ইমামা খাতুন
  • আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার
  • / 53

মারুফা খাতুন: বর্তমানে রাজ্যে নারী নির্যাতন নিয়ে সরব সকলে। বলা ভালো সরব গোটা দেশ। গত বছর আর জি কর, তারই এক বছর পরে কসবার নারী নির্যাতনের ঘটনা। আর জি করের সেই ভয়াবহ ঘটনাই এখনো পুরোপুরি ভুলতে পারেনি মানুষ, তার উপর আবার কসবার ঘটনা। প্রত্যেকবারই প্রশ্নের মুখে পড়ছে শাসকদল।

 

বিরোধীপক্ষ বারবার আঙ্গুল তুলেছে শাসনব্যবস্থার দিকে। তাদের দাবী এই রাজ্যে নারীরা একেবারে সুরক্ষিত নয়। কিন্তু এই অভিযোগকে একেবারে উড়িয়ে দিয়ে এই দাবী যে কতটা ভুল তা প্রমাণ করলেন মহিলারা। দুর্গাপুরের পাণ্ডবেশ্বর ব্লকের মহিলারা এক নতুন উপায় প্রয়োগ করেছেন।

 

সেটি হল মমতার মুখ আঁকা শাড়ী পড়ে ধর্মতলামুখী হয়েছেন সেই মহিলারা। শাড়ির রং হল সবুজ, সঙ্গে হলুদ পাড়। আর সবথেকে আকর্ষণীয় হল সেই শাড়ির আঁচলে আঁকা মমতার মুখ। তাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয় জুড়ে রয়েছেন। এবার আমরা ওনাকে অঙ্গে ধারণ করলাম, যাতে উনি সবসময় আমাদের সাথে থাকেন, আমাদের পাশে থাকেন। দিদির আঁচলে আমরা নিজেদেরকে নিরাপদ মনে করি।

 

আর এই রাজ্যে বিজেপির কাজ হল শুধু অপপ্রচার করএ বেড়ানো। এ রাজ্যের মায়েরা ও বোনেরা সম্পূর্ণভাবে নিরাপদ আছে। গত শুক্রবারে নরেন্দ্র মোদী দুর্গাপুরের সভায় এইসব নিয়ে অনেক কটাক্ষ করেছেন। তা সত্বেও কোনকিছুই ধোপে টিকল না। আজ ২১শে জুলাই, মানুষের যে কত আবেগ আছে এইসব নিয়ে তা আজকে মানুষের ভিড় প্রমাণ করে দিয়েছে।

 

আজকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে, প্রত্যেকবারের মত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ মেগা ইভেন্ট আয়োজন করা হয়েছে, শহিদ স্মরণ। কাল থেকেই সরগরম রয়েছে গোটা চত্বর। কাল থেকেই ভিড় জমতে শুরু করেছিল। ২০২৬-এ বিধানসভার ভোট, আর তার আগে মমতার এই লোকে লোকারণ্য এই সভা এক আলাদাই মাত্রা যোগ করবে তা আর বলার অপেক্ষা রাখেনা।

 

ভোটের আগে বিরোধীপক্ষকে উদ্দেশ্য করে কি বার্তা দেন তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। এমন একটি উত্তেজনামুলক সভা দেখার জন্য ধর্মতলা চত্বর-সহ গোটা কলকাতা শহরই নিরাপত্তায় মুড়িয়ে দেওয়া হয়েছে। রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে যানবাহনও খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের কেনো সমস্যা না হয়।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘দিদির আঁচলে নিরাপদ’, মমতার মুখ চিত্রায়িত সবুজ শাড়ি পরে ২১শের সভায় একঝাঁক মহিলা

আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার

মারুফা খাতুন: বর্তমানে রাজ্যে নারী নির্যাতন নিয়ে সরব সকলে। বলা ভালো সরব গোটা দেশ। গত বছর আর জি কর, তারই এক বছর পরে কসবার নারী নির্যাতনের ঘটনা। আর জি করের সেই ভয়াবহ ঘটনাই এখনো পুরোপুরি ভুলতে পারেনি মানুষ, তার উপর আবার কসবার ঘটনা। প্রত্যেকবারই প্রশ্নের মুখে পড়ছে শাসকদল।

 

বিরোধীপক্ষ বারবার আঙ্গুল তুলেছে শাসনব্যবস্থার দিকে। তাদের দাবী এই রাজ্যে নারীরা একেবারে সুরক্ষিত নয়। কিন্তু এই অভিযোগকে একেবারে উড়িয়ে দিয়ে এই দাবী যে কতটা ভুল তা প্রমাণ করলেন মহিলারা। দুর্গাপুরের পাণ্ডবেশ্বর ব্লকের মহিলারা এক নতুন উপায় প্রয়োগ করেছেন।

 

সেটি হল মমতার মুখ আঁকা শাড়ী পড়ে ধর্মতলামুখী হয়েছেন সেই মহিলারা। শাড়ির রং হল সবুজ, সঙ্গে হলুদ পাড়। আর সবথেকে আকর্ষণীয় হল সেই শাড়ির আঁচলে আঁকা মমতার মুখ। তাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয় জুড়ে রয়েছেন। এবার আমরা ওনাকে অঙ্গে ধারণ করলাম, যাতে উনি সবসময় আমাদের সাথে থাকেন, আমাদের পাশে থাকেন। দিদির আঁচলে আমরা নিজেদেরকে নিরাপদ মনে করি।

 

আর এই রাজ্যে বিজেপির কাজ হল শুধু অপপ্রচার করএ বেড়ানো। এ রাজ্যের মায়েরা ও বোনেরা সম্পূর্ণভাবে নিরাপদ আছে। গত শুক্রবারে নরেন্দ্র মোদী দুর্গাপুরের সভায় এইসব নিয়ে অনেক কটাক্ষ করেছেন। তা সত্বেও কোনকিছুই ধোপে টিকল না। আজ ২১শে জুলাই, মানুষের যে কত আবেগ আছে এইসব নিয়ে তা আজকে মানুষের ভিড় প্রমাণ করে দিয়েছে।

 

আজকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে, প্রত্যেকবারের মত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ মেগা ইভেন্ট আয়োজন করা হয়েছে, শহিদ স্মরণ। কাল থেকেই সরগরম রয়েছে গোটা চত্বর। কাল থেকেই ভিড় জমতে শুরু করেছিল। ২০২৬-এ বিধানসভার ভোট, আর তার আগে মমতার এই লোকে লোকারণ্য এই সভা এক আলাদাই মাত্রা যোগ করবে তা আর বলার অপেক্ষা রাখেনা।

 

ভোটের আগে বিরোধীপক্ষকে উদ্দেশ্য করে কি বার্তা দেন তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। এমন একটি উত্তেজনামুলক সভা দেখার জন্য ধর্মতলা চত্বর-সহ গোটা কলকাতা শহরই নিরাপত্তায় মুড়িয়ে দেওয়া হয়েছে। রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে যানবাহনও খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের কেনো সমস্যা না হয়।