২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জানেন ইসলামপুর বিহারে ছিল, ৬৫ টি প্রদীপ জ্বালিয়ে জন্মবার্ষিকী পালন

রফিকুল হাসান
  • আপডেট : ৩ নভেম্বর ২০২১, বুধবার
  • / 13

কৌস্তুভ দে সরকার, ইসলামপুর: ১৯৫৬ সালে ২ নভেম্বর ইসলামপুর মহকুমা গঠিত হয়েছিল। এই মহকুমার ৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইসলামপুরের বিবেকানন্দ হল ঘরে ইসলামপুর মহকুমা শাসক সপ্তর্ষি নাগের  উদ্যোগে “ঐতিহ্যর ৬৫ বছর- ইসলামপুর” বিষয়ক সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এদিনের আলোচনায় অংশ নেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, বঙ্গরত্ন অধ্যাপক পার্থ সেন, প্রাক্তন পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল, পুরসভার প্রশাসক মানিক দত্ত, ইতিহাসবিদ সুবল ভৌমিক সহ অন্যন্য বিশিষ্টজনেরা। এদিন ৬৫ টি প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। আলোচনায় সবাই উল্লেখ করেন যে, ১৯৫৬ সালে ইসলামপুর বিহার এলাকা থেকে বাংলায় যুক্ত হয়েছিল। মহকুমার ৬৫ তম জন্মবর্ষ উদযাপন উপলক্ষ্যে অতীত দিনের স্মৃতিচারণের পাশাপাশি আগামীদিনে এগিয়ে যাওয়ার কথা সবাই উল্লেখ করেন। 

আরও পড়ুন: Bihar SIR row hearing: ‘AADHAR CARD’ আইনত স্বীকৃত নথি’

ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে বলেন, ইসলামপুরের উন্নয়নকল্পে দিদি অনেক কাজ করেছেন, আগামীতে আরো উন্নয়ন হবে এখানে।

আরও পড়ুন: চুরির দায়ে চার বালককে মারধর, হাতে দড়ি পরিয়ে ঘোরানো হল গ্রাম

ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের পক্ষে বিশিষ্ট সাংবাদিক মেহেদী হেদায়েতুল্লা বলেন, আলোচনাসভায় একজন আলোচক হিসেবে অংশ নিতে পেরে  গর্বিত। ধন্যবাদ মহকুমা প্রশাসনকে এমন একটি স্মরণীয় দিন পালন করার জন্য। জানা গেল ইসলামপুরে বহু তথ্য, এছাড়া আগামীর উন্নয়নের প্রচেষ্টাও। মহকুমা শাসক সপ্তর্ষি নাগ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। 

আরও পড়ুন: বিহারের পূর্ণিয়ায় ডাইনি অপবাদে পুড়িয়ে হত্যা, প্রাণ গেল এক পরিবারের ৫ সদস্যের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জানেন ইসলামপুর বিহারে ছিল, ৬৫ টি প্রদীপ জ্বালিয়ে জন্মবার্ষিকী পালন

আপডেট : ৩ নভেম্বর ২০২১, বুধবার

কৌস্তুভ দে সরকার, ইসলামপুর: ১৯৫৬ সালে ২ নভেম্বর ইসলামপুর মহকুমা গঠিত হয়েছিল। এই মহকুমার ৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইসলামপুরের বিবেকানন্দ হল ঘরে ইসলামপুর মহকুমা শাসক সপ্তর্ষি নাগের  উদ্যোগে “ঐতিহ্যর ৬৫ বছর- ইসলামপুর” বিষয়ক সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এদিনের আলোচনায় অংশ নেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, বঙ্গরত্ন অধ্যাপক পার্থ সেন, প্রাক্তন পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল, পুরসভার প্রশাসক মানিক দত্ত, ইতিহাসবিদ সুবল ভৌমিক সহ অন্যন্য বিশিষ্টজনেরা। এদিন ৬৫ টি প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। আলোচনায় সবাই উল্লেখ করেন যে, ১৯৫৬ সালে ইসলামপুর বিহার এলাকা থেকে বাংলায় যুক্ত হয়েছিল। মহকুমার ৬৫ তম জন্মবর্ষ উদযাপন উপলক্ষ্যে অতীত দিনের স্মৃতিচারণের পাশাপাশি আগামীদিনে এগিয়ে যাওয়ার কথা সবাই উল্লেখ করেন। 

আরও পড়ুন: Bihar SIR row hearing: ‘AADHAR CARD’ আইনত স্বীকৃত নথি’

ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে বলেন, ইসলামপুরের উন্নয়নকল্পে দিদি অনেক কাজ করেছেন, আগামীতে আরো উন্নয়ন হবে এখানে।

আরও পড়ুন: চুরির দায়ে চার বালককে মারধর, হাতে দড়ি পরিয়ে ঘোরানো হল গ্রাম

ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের পক্ষে বিশিষ্ট সাংবাদিক মেহেদী হেদায়েতুল্লা বলেন, আলোচনাসভায় একজন আলোচক হিসেবে অংশ নিতে পেরে  গর্বিত। ধন্যবাদ মহকুমা প্রশাসনকে এমন একটি স্মরণীয় দিন পালন করার জন্য। জানা গেল ইসলামপুরে বহু তথ্য, এছাড়া আগামীর উন্নয়নের প্রচেষ্টাও। মহকুমা শাসক সপ্তর্ষি নাগ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। 

আরও পড়ুন: বিহারের পূর্ণিয়ায় ডাইনি অপবাদে পুড়িয়ে হত্যা, প্রাণ গেল এক পরিবারের ৫ সদস্যের