২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নিটে মালদার সুমাইতার Rank ২৩৪, উচ্চমাধ্যমিক আলিগড় মুসলিম ইন্সটিটিউট থেকে

রফিকুল হাসান
  • আপডেট : ৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 196

রেজাউল করিম , মোথাবাড়ি:  সর্বভারতীয় মেডিক্যাল নিট পরীক্ষায় নজরকাড়া ফল করল মালদার সুমাইতা লাইসার। সর্বভারতীয় মেধা তালিকায় ২৩৪ Rank করেছেন তিনি। তাঁর ফলাফলে খুশি পরিবার, পরিজনেরা। ২০১৯ সালে সিবিএসই-‌র দশম মানের পরীক্ষায় গোটা দেশে সম্ভাব্য তৃতীয় এবং রাজ্যে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেন তিনি। এরপর নিট পরীক্ষায় বড়সড় সাফল্য। নিট পরীক্ষায় মোট ৭২০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৬৯৬, ৯৯.‌৯৮ শতাংশ। ইংলিশবাজার শহরের বিবেকানন্দপল্লীতে তাঁদের বাড়ি। তাঁদের গ্রামের বাড়ি গাজোলের কান্দার গ্রামে। 

বাবা তৌহিদুর ইসলাম মেয়ের পড়াশোনার জন্য পরিবার-‌সহ শহরে চলে আসেন ২০০৮ সালে। বাবা হোমিওপ্যাথিক চিকিৎসক। মা কোহিনুর খাতুন গৃহবধূ। সুমাইতারা ২ বোন। বোন রুমাইতা মারিয়া পাটনায় একাদশ শ্রেণিতে পড়াশোনা করে। সুমাইতা ২০১৯ সালে ঊষা মার্টিন থেকে মাধ্যমিকে গোটা দেশে তৃতীয় স্থান দখল করেন। এরপর আলিগড় মুসলিম ইন্সিটিউটের সিনিয়র সেকেন্ডারি গার্লস স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে ৯৮ শতাংশ নিয়ে পাশ করেন।

আরও পড়ুন: নিট পরীক্ষায় সফল বাসন্তীর কৃষক পরিবারে সন্তান

নিটে মালদার সুমাইতার Rank ২৩৪, উচ্চমাধ্যমিক আলিগড় মুসলিম ইন্সটিটিউট থেকে

 সুমাইতা বরাবরই কোনও টিউটর ছাড়াই পড়াশোনা করতে ভালবাসে। বিভিন্ন রেফারেন্স বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার ওপর জোর দিয়ে থাকেন তিনি। পড়াশোনার পাশাপাশি তিনি বাংলা ও ইংরেজিতে বিভিন্ন বিষয়ের ওপরে কবিতা লিখতে ভালবাসেন। বিশেষ করে সম্প্রীতির ওপর বিভিন্ন কবিতা লিখে শিক্ষকদের কাছে তিনি সমাদৃত। দিল্লির কোনও কলেজ থেকে মেডিক্যাল পড়াশোনা করতে চান সুমাইতা। তিনি জানান, ‘‌ছোট থেকেই ইচ্ছে ছিল মেডিক্যাল নিয়ে পড়াশোনা করার। সেই স্বপ্ন সফল করার দিকে এগিয়ে চলেছি। আপাতত দিল্লির কোনও কলেজ থেকে মেডিক্যাল পড়ার ইচ্ছে রয়েছে।’‌

আরও পড়ুন: সর্বভারতীয় মেডিকেল এন্টান্স পরীক্ষায় সফল জয়নগরের বহড়ুর মেধাবী ছাত্রী তিস্তা

আরও পড়ুন: হতদরিদ্র পরিবারের ছেলে জাকারিয়ার নজরকাড়া সাফল্য, নিট পরীক্ষায় কাঁপিয়ে দিল কালিয়াচক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিটে মালদার সুমাইতার Rank ২৩৪, উচ্চমাধ্যমিক আলিগড় মুসলিম ইন্সটিটিউট থেকে

আপডেট : ৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

রেজাউল করিম , মোথাবাড়ি:  সর্বভারতীয় মেডিক্যাল নিট পরীক্ষায় নজরকাড়া ফল করল মালদার সুমাইতা লাইসার। সর্বভারতীয় মেধা তালিকায় ২৩৪ Rank করেছেন তিনি। তাঁর ফলাফলে খুশি পরিবার, পরিজনেরা। ২০১৯ সালে সিবিএসই-‌র দশম মানের পরীক্ষায় গোটা দেশে সম্ভাব্য তৃতীয় এবং রাজ্যে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেন তিনি। এরপর নিট পরীক্ষায় বড়সড় সাফল্য। নিট পরীক্ষায় মোট ৭২০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৬৯৬, ৯৯.‌৯৮ শতাংশ। ইংলিশবাজার শহরের বিবেকানন্দপল্লীতে তাঁদের বাড়ি। তাঁদের গ্রামের বাড়ি গাজোলের কান্দার গ্রামে। 

বাবা তৌহিদুর ইসলাম মেয়ের পড়াশোনার জন্য পরিবার-‌সহ শহরে চলে আসেন ২০০৮ সালে। বাবা হোমিওপ্যাথিক চিকিৎসক। মা কোহিনুর খাতুন গৃহবধূ। সুমাইতারা ২ বোন। বোন রুমাইতা মারিয়া পাটনায় একাদশ শ্রেণিতে পড়াশোনা করে। সুমাইতা ২০১৯ সালে ঊষা মার্টিন থেকে মাধ্যমিকে গোটা দেশে তৃতীয় স্থান দখল করেন। এরপর আলিগড় মুসলিম ইন্সিটিউটের সিনিয়র সেকেন্ডারি গার্লস স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে ৯৮ শতাংশ নিয়ে পাশ করেন।

আরও পড়ুন: নিট পরীক্ষায় সফল বাসন্তীর কৃষক পরিবারে সন্তান

নিটে মালদার সুমাইতার Rank ২৩৪, উচ্চমাধ্যমিক আলিগড় মুসলিম ইন্সটিটিউট থেকে

 সুমাইতা বরাবরই কোনও টিউটর ছাড়াই পড়াশোনা করতে ভালবাসে। বিভিন্ন রেফারেন্স বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার ওপর জোর দিয়ে থাকেন তিনি। পড়াশোনার পাশাপাশি তিনি বাংলা ও ইংরেজিতে বিভিন্ন বিষয়ের ওপরে কবিতা লিখতে ভালবাসেন। বিশেষ করে সম্প্রীতির ওপর বিভিন্ন কবিতা লিখে শিক্ষকদের কাছে তিনি সমাদৃত। দিল্লির কোনও কলেজ থেকে মেডিক্যাল পড়াশোনা করতে চান সুমাইতা। তিনি জানান, ‘‌ছোট থেকেই ইচ্ছে ছিল মেডিক্যাল নিয়ে পড়াশোনা করার। সেই স্বপ্ন সফল করার দিকে এগিয়ে চলেছি। আপাতত দিল্লির কোনও কলেজ থেকে মেডিক্যাল পড়ার ইচ্ছে রয়েছে।’‌

আরও পড়ুন: সর্বভারতীয় মেডিকেল এন্টান্স পরীক্ষায় সফল জয়নগরের বহড়ুর মেধাবী ছাত্রী তিস্তা

আরও পড়ুন: হতদরিদ্র পরিবারের ছেলে জাকারিয়ার নজরকাড়া সাফল্য, নিট পরীক্ষায় কাঁপিয়ে দিল কালিয়াচক