০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বর্ধমানে মিনিবাস পরিষেবা বন্ধ, সমস্যায় নিত্যযাত্রীরা

পুবের কলম,ওয়েবডেস্ক: টোটোর দৌরাত্ম্যের অভিযোগ। বৃহস্পতিবার সকাল থেকেই বর্ধমানে ব্যাহত মিনিবাস পরিষেবা। হয়রানির শিকার নিত্যযাত্রীরা। বেশি টাকা খরচা করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাত্রীদের। নবাবহাট ও আলিসা বাসস্ট্যান্ড থেকে কোনও বাস ছাড়া হয়নি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এ দিন স্টেশন চত্বরে এক কর্মীকে মারধর করার ঘটনার প্রতিবাদেই পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে দাবি বাস চালকদের।

বাস চালকদের অভিযোগ, জেলায় দিন-প্রতিদিন টোটো চালকদের ওদ্ধত্য বাড়ছে। কয়েকদিন আগে এক বাসকর্মীকে মারধর করেন এক টোটো চালক। এদিন স্টেশন চত্বরে এক মিনিবাস কর্মীকে মারধর করেছে এক টোটো চালক। সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসন যতদিন না কোনও পদক্ষেপ গ্রহণ করছে ততক্ষণ পরিষেবা বন্ধ থাকবে।

আরও পড়ুন: কবি সুভাষ স্টেশন চালু নিয়ে নতুন বিবৃতি জারি মেট্রো কর্তৃপক্ষের

তাঁদের আরও দাবি, যেখানে মিনিবাস দাঁড়ায় সেখান থেকে টোটো সরিয়ে দিতে হবে। বাস কর্মী শেখ সামাদুল বলেন, টোটো চালকরা আমাদেরই এক সহকর্মীকে মারধর করেছে। কোন লাইসেন্স ছাড়াই টোটো চালকরা লোক ডাকবে কিন্তু স্টেশন থেকে নবাবহাট যাওয়ার জন্য আমাদের লোক ডাকা যাবে না। পুরো বিষয়ে আগেই এই নিয়ে উভয় পক্ষের ঝামেলা লেগেছিল। তবে কোনও সুরাহা হয়নি।  এবারও জানিয়েছি। তাই যতক্ষণ না কোনও সুরাহা হয় ততক্ষণ আমরা কোন গাড়ি চালাব না। আমাদের দাবি, স্টেশন বাজারের মেন রোডের ওপর বাসের রুটে কোন টোটো থাকা যাবে না। টোটো চালকদের জন্য অন্য রুট করে দেওয়া হোক।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বর্ধমানে মিনিবাস পরিষেবা বন্ধ, সমস্যায় নিত্যযাত্রীরা

আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: টোটোর দৌরাত্ম্যের অভিযোগ। বৃহস্পতিবার সকাল থেকেই বর্ধমানে ব্যাহত মিনিবাস পরিষেবা। হয়রানির শিকার নিত্যযাত্রীরা। বেশি টাকা খরচা করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাত্রীদের। নবাবহাট ও আলিসা বাসস্ট্যান্ড থেকে কোনও বাস ছাড়া হয়নি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এ দিন স্টেশন চত্বরে এক কর্মীকে মারধর করার ঘটনার প্রতিবাদেই পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে দাবি বাস চালকদের।

বাস চালকদের অভিযোগ, জেলায় দিন-প্রতিদিন টোটো চালকদের ওদ্ধত্য বাড়ছে। কয়েকদিন আগে এক বাসকর্মীকে মারধর করেন এক টোটো চালক। এদিন স্টেশন চত্বরে এক মিনিবাস কর্মীকে মারধর করেছে এক টোটো চালক। সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসন যতদিন না কোনও পদক্ষেপ গ্রহণ করছে ততক্ষণ পরিষেবা বন্ধ থাকবে।

আরও পড়ুন: কবি সুভাষ স্টেশন চালু নিয়ে নতুন বিবৃতি জারি মেট্রো কর্তৃপক্ষের

তাঁদের আরও দাবি, যেখানে মিনিবাস দাঁড়ায় সেখান থেকে টোটো সরিয়ে দিতে হবে। বাস কর্মী শেখ সামাদুল বলেন, টোটো চালকরা আমাদেরই এক সহকর্মীকে মারধর করেছে। কোন লাইসেন্স ছাড়াই টোটো চালকরা লোক ডাকবে কিন্তু স্টেশন থেকে নবাবহাট যাওয়ার জন্য আমাদের লোক ডাকা যাবে না। পুরো বিষয়ে আগেই এই নিয়ে উভয় পক্ষের ঝামেলা লেগেছিল। তবে কোনও সুরাহা হয়নি।  এবারও জানিয়েছি। তাই যতক্ষণ না কোনও সুরাহা হয় ততক্ষণ আমরা কোন গাড়ি চালাব না। আমাদের দাবি, স্টেশন বাজারের মেন রোডের ওপর বাসের রুটে কোন টোটো থাকা যাবে না। টোটো চালকদের জন্য অন্য রুট করে দেওয়া হোক।